পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्रद-जांहिङ)-जरdयह . DDD DB D BBSBBS BBBB gttDD DDB BBBS BB BBS BBBBB যাকে পছন্দ হয় তাঁর সঙ্গেই বোনের বিয়ে দাও গে, আমি কথাটি ক’ব না। আর একটি দীর্ঘনিশ্বাস মোচন করিয়া বলিলেন, মন অ্যর্থ্যামী- তাই হঠাৎ ওর আসা শুনেই সেদিন বুক আমার দমে গিয়েছিল জ্যোতিষ । কিন্তু জ্যোতিষ কোন কথা কছিল না। সে মনে মনে বুঝিতেছিল যে ব্যাপারটা অত সহজ নহে । স্বতরাং যাহা ইষ্টয়া গেছে, তাহা হইয়া গেছে, বলিয়া চোখ বুজিয়া বসিয়া থাকিলেই চলিবে না, হয়ত বা একদিন এট চরিত্রহীনটাকেই নিজে গিয়া সাধিয়া ফিরাইয়া অগনিতে হুইবে । কাল সারাদিনের মধ্যে সে সরোজিনীকে একবার ঘরের বাহিরে পর্যন্ত আসিতে দেখে নাই, কিন্তু আজ বিকালে চ খাইতে বাহিরের ঘরে ঢুকিয়াই দেখিল সরোজিনী ইতিপূর্কেই আসিয়াছে এবং শশাঙ্কমোহনের সঙ্গে আস্তে আস্তে গল্প করিতেছে। জ্যোতিষ কাছে আসিয়া একখানা চেয়ার টানিয়া লইয়া উপবেশন করিল। যদিচ ভগিনীর শ্ৰীহীন মলিন মুখের পানে চাহিয়া তাহার বুঝিতে কিছুই বাকী রহিল না, তবুও ৰুকের উপর হইতে একটা ভারী পাথর নামিয়া গেল। খাওয়ার পরেও অনেকক্ষণ পর্য্যন্ত অনেক কথাবার্ত হইল, কিন্তু সেদিনের কেহই কোন ইঙ্গিত করিল না। সন্ধ্যার পরে অনেকটা স্বচ্ছন্দচিত্তে ভগিনীকে চলিয়া যাইতে দেখিয়া জ্যোতিষ মনে মনে কহিল, দুর্ঘটনাকে সে যত বড় ভাবিপ্নাছিল, তত বড় নয় । হয়ত বা অনতিকাল মধ্যেই আবার সমস্ত ঠিকঠাক হষ্টয়া যাইবে, তাহার এমন আশাও হইল। সেইদিন অনেক রাত্রি পর্য্যস্ত দুই বন্ধুতে আলাপ-আলোচনা চলিল। এমন কি জ্যোতিষ তাহার আশার কথাটাও ইঙ্গিতে ব্যক্ত করিল। বস্তুতঃ, সরোজিনী যে তাহার প্রথম ঝঞ্জাট সামলাইয়া লইবার পরেও সতীশের এতবড় ঘৃণিত আচরণের সঙ্গে মনে মনে শশাঙ্কমোহনের তুলনা করিয়া দেখিবে না, ইহা একপ্রকার অসম্ভব বলিয়াই উভয়ের বোধ হইল । পরদিন দ্বিগ্রহরে খাওয়া-দাওয়ার পরে সরোজিনী তাহার উপরের শোবার ঘরের খোলা জানালার সামনে একটা চৌকি টানিয়া লইয়া পথের পানে চাহিয়া বগিয়াছিল, হঠাৎ মনে হইল খানিক দূরে একখানা বোঝাই-দেওয়া গরুর গাড়ির পিছনে পিছনে যে দুটি লোক ছাতা মাথায় ধীরে ধীরে চলিয়াছে, তাহার একজন বেহালী। সরোজিনী সতর্ক হইয়া গরাদ ধরিয়া উঠিয়া দাড়াইল। গাড়ি ক্রমশঃ २ॐ थ