পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বেহারী কছিল, না । কিন্তু, আমি জানতুম, মা যেখানেই থাকুন, বাবার মন্দিরে একদিন দেখা হবেই। দেখা হয়েছিল ? আজ্ঞে ই । সতীশের বুকের ভিতরটায় তোলপাড় করিতে লাগিল। কিছুক্ষণ স্থিরভাবে আপনাকে সামলাইয়া লইয়। শুষ্ককণ্ঠে কছিল, কিন্তু আমাকে না জানিয়ে সেখানে যাওয়া তোর ভাল কাজ হয়নি । তাদের মান-সন্ত্রম লজ-সরমের জ্ঞান নেই,— তোকে মাহাম্মুক পেয়ে তোর সঙ্গে যদি চলেই আসত, আজ তা হলে তুই কি বিপদেই পড়তি বল ত ? বেহারী নীরবে দাড়াইয়া রহিল। সতীশ তখন নিজেই আবার কহিতে লাগিল, বাড়ি ঢুকতে ত দিতাম না,— ফটকের বাইরে থেকেই দরওয়ান দিয়ে দূর করে দিতাম। তাকে নিয়ে এই রাত্রে তুই কি মুস্কিলে পড়ে যেতিস্ ভেবে দেখ, দেখি ? সাধে কি আর লোকে তোদের ভেমে-গয়লা বলে রে! আচ্ছা যা, খাওয়া-দাওয়া কর গে যা। কালীচরণ, বেশ একটু বড় করে একপাত্রে দাও ত ভাই । হুকুম মাত্র কালীচরণ একপাত্র কারণ মূল সাধকের হাতে তুলিয়া দিল । ৰেহারী মৃদ্ধ-কণ্ঠে কহিল, বাৰু, মা একবার আপনাকে ডাকচেন । সতীশ পাত্র মুখে তুলিতে যাইতেছিল, চমকিয়া কহিল, কে ডাকচেন বললি? বেহারী বলিল, যা । সতীশ হতবুদ্ধির মত হাতের পাত্রটা পিকদানিতে উপুড় করিয়া দিয়া কহিল, তোর সঙ্গে এসেচে ? তা আগে বললিনে কেন ? বেহারী তাহার জবাব না দিয়া পুনরায় কহিল, তিনি এখুনি একবার ডাকচেন । সতীশ গলা একটু খাটো করিয়া বলিল, তুই বল গে বেহারী, যে, বাবুর জর হয়েচে, তাই বাইরের জন-কয়েক বন্ধু তাকে দেখতে এসেচেন। আধ ঘণ্টা পরে যাচ্চি, বল গে যা। বেহারী তাহার হাতের পাশের দরজাটা চোখের ইঙ্গিতে নির্দেশ করিয়া আস্তে আস্তে বলিল, মা এই যে দাড়িয়ে রয়েছেন, একবার বেরিয়ে আহন। সতীশ চকিত হইয়া নিঃশবো অজুলি-সংকেতে প্রশ্ন করিল, এই ঘরে ? বেহারী ঘাড় নাড়িয়া জবাব দিল, হুঁ, এই ষে । সতীশ চট্‌ করিয়া গোটা-দুই লবঙ্গ এলাচ মুখে ফেলিয়া দিয়া উঠিয়া ধীরে ধীরে বাহিয়ে আসিয়া দেখিল তাহার পাশের দরজার অন্তরালেই সাবিত্রীর অঞ্চল-প্রাপ্ত woe to