পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशेब यांशत्रु ऋन *ष्tिजहे ऍहिब्र बूक क्लफ इन्निॉरछ, उँीशंब cनहे छिद्रविप्नब्र বন্ধুকে অপমান করিয়া ত্যাগ করার দুঃখ যে তাহার অন্তরে অহরহ কত বড় হইয়া উঠিতেছিল সে শুধু অন্তর্ধ্যামীই দেখিতেছিলেন, কিন্তু আজ যখন তাঁহারই কঠিন পীড়ার সংবাদ বহন করিয়া বেহারীর পত্র চিকিৎসা ও শুশ্ৰুষার অভাব নিবেদন করিল, তখন অনেকদিনের পর উপেন্দ্রর শুষ্ক ওষ্ঠাধৱে হাসি দেখা দিল । সে বেচারা জানে না, যাহার দিনগুলা পৰ্য্যন্ত গণনায় আসিয়া ঠেকিয়াছে, তাহারই হাতে সে আর একজনের সেবার গুরুভার গুস্ত করিতে চাহিতেছে। তবুও উপেজ সেইদিনই তল্পি বাধিয়া পুরী ত্যাগ করিলেন। জ্যোতিষ হাইকোর্ট হইতে ফিরিয়া বাটীতে পা দিয়াই দেখিতে পাইল সম্মুখের বারান্দায় দুখান জারাম-চৌকির উপর শশাঙ্ক ও সরোজিনী মুখোমুখি বসিয়া গল্প করিতেছে । - শশাঙ্ক উঠিয়া দাড়াইয়া সহাস্তে জবাবদিহি করিল, আজ কাজ-কৰ্ম্ম একটু সকাল সকাল শেষ হয়ে গেল, ভাবলুম এইখান থেকেই চা খেয়ে একসঙ্গে ক্লাৰে যাব। বেশ, বেশ। বলিয়া জ্যোতিষ একটুখানি হাসি গোপন করিয়া বাড়ির মধ্যে চলিয়া গেল । সরোজিনী দাদার সঙ্গে সঙ্গে আসিবার উপক্রম করিতেই জ্যোতিষ ফিরিয়া দাড়াইঃ কৃত্রিম শুৎপনার স্বরে কহিল, অতিথিকে একলা ফেলে—এ তোয় কি বুদ্ধি বল: ত সরো ? সরোজিনী আরক্ত-মুখে পুনরায় চৌকির উপর বসিয়া পড়িল। ভগিনীর এই লজ্জাটুকু জ্যোতিষের চোখে পড়িতে বাকী রহিল না। জননীর আদেশে তাহাকে আদালত হইতে ফিরিয়া কাপড় ছাড়িয়া হাত-মুখ ধুইয়া তৰে জলযোগ করিতে হইত। মায়ের সহিত দেখা হইতেই কহিল, শশাঙ্ক এসেছেন, আজি খাবার বাইরে পাঠিয়ে দাও মা । মা বলিলেন, আচ্ছা । বাইরে সরি অাছে বুঝি ? জ্যোতিৰ ঘাড় নাড়িয়া জানাইল আছে। একটুখানি চুপ করিয়া থাকিয়া কছিল, Woo