পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্রহীন । আমি মনে করচি মা, দু-চারজন বন্ধু-বান্ধবদের সামনে পরশু রবিবারেই কথাটা পাকা: হয়ে যাক,-কি বল ? - মা বলিলেন, ভাঙ্গই ত । সরোজিনী ধীরে ধীরে তাহার ঘরে চলিয়া গেল । রবিবারের সকালে জ্যোতিষের বসিবার ঘরট বন্ধু-বান্ধবে श्छ्ध्र!। উঠিতেছিল । নব-দম্পতির বিবাহ সম্বন্ধে পাক কথা হইবার পরে এইখানেই মধ্যাহ্নভোজেরও একটা আয়োজন করা হইয়াছিল। আজ শশাঙ্কর বেশভূষাতেই শুধু যে বিশেষ একটু পারিপাটা লক্ষিত হইতেছিল তাহ নয়, তাহার চোখে-মুখেও আজ একটু ঐ ফুটিয়াছিল—যাঙ্গতে তাহাকে স্বন্দর দেখাইতেছিল। কয়েকটি মহিলাও উপস্থিত ছিলেন, কিন্তু উপস্থিত ছিল না শুধু সরোজিনী। বেগবাকে ब्रिा ডাকাইবার পরে জ্যোতিষ নিজে গিয় তাহার ঘরের দ্বারে করাঘাত করিয়া সত্বর যাইবার জন্য অন্তরোধ কবিয়া আসিয়াছিল। অন্য কোনদিন হইলে তাহার এই আচরণ অপরাধ বলিয়া গণ্য হইতে পারিত, কিন্তু আজি মার্জনা পাইবার অধিকার অাছে জানিয়া সস্নেহ-কৌতুকে অতিথির জ্যোতিঘকেই শুধু তাড়া দিয়াছিলেন মাত্র। BB BB BBB BBBBB BBS DDttCB BBBSBBB BBBB DDD উপস্থিত হইল, তখন তাহার চেহারা দেখিয়া উপস্থিত সকলেই বিস্ময়াপল্প হইলেন । তাহার মুখ পাণ্ডুর, চোখের নীচে ধালি পড়িয়াছে, যেন সারারাত্র সে এতটুকু ঘুমায় DD S BBBB BBB BBS BB BBBB BBBB BB BBD BBD DDDS আকৃতি দেখিয়া সে যেন হতবুদ্ধি হইয়া গেল । কিক্ষ, ইহার অপেক্ষাও শলগুণ বড় বিস্ময় যে মুহূর্তকাল পরেই তাহার অদৃষ্ট্রে ছিল তাহা সে জানিত না । সেই প্রচণ্ড স্মিয় যেন উপেন্দ্রর অতীতের ছায়া লইয়া সম্মুখের পর্দা সরাইয়। ঘরে প্রবেশ করিল । জ্যাতিষ চমকাইয়া উঠিল, বলিল, এ কি উপীন নাকি ! সরোজিনী কহিল, উপীনদাৰু ! বস্তুতঃ, দিনের-বেলা না হইলে তাহাকে বোধ হয় ইহার চিনিতেই পারিত না । সহসা নিজের চক্ষুকেই যেন অবিশ্বাস হয়- যেন তালা যায় মা, মান্সবের দেহ এমন Btt BBBBB BBBB BBBS BBBB BBB TuB BBB BBB Btt BBBS শরীরটা তেমন ভাল নেই-পুরী থেকে আসচি, আজ ব্যাপার কি ? - সরোজিনী উঠিয়া আসিয়া উপন্দ্রর হাতটা নিজের হাতের মধ্যে লইয়া, মুখপানে । wet S -》