পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-नांश्डिा-नरdझ् মাহুৰ । যেমন করে হোক, ছ-সাতটা মাস ঘর-সংসারও করতে হয়েচে । তা ঐ স্থটো নি— তিন দিনের দিন আর কেউ নাম গন্ধও করে না বেীমা, চোখের ওপর কত গগু দেখলুম। কিরণময়ী জোর করিয়া একটু হাসিয়া কহিল, সে ত সত্যিই । বাড়িয়ালী চোখ-মুখ ঘুরাইয়া তৎক্ষণাৎ প্রতিধ্বনি করিল, সত্যি নয় ? তুমিই বল না বাছ, সত্যি নয় কি! আবার নতুন মাহুৰ আম্বক, নতুন করে আমোদ-আহ্লাদ কর,— বাস, সব শুধরে গেল। কি বল, এই নয় } কিরণময়ী ঘাড় নাড়িয়া সায় দিল বটে, কিন্তু এই গায়ে-পড় আলাপে ক্রমশ: চিত্ত তাহার উল্লোন্ত হইয়া উঠিতেছিল। অকস্মাৎ বাড়িয়ালী চোখ-মুখ কুঞ্চিত ও গলা খাটো করিয়া কহিল, তাল কথা মনে পড়েচে বেীমা, খোট্ট মিন্‌সেকে ত সকালেই খবর পাঠিয়েছিলুম। ব্যাটার আর তবু সয় লা, বলে, লোকজন কাজে বেরিয়ে গেলে দুপুরবেলাতেই আসব। কি জানি, এখুনি এসে পড়বে না কি— কিরণময়ী সন্ত্রস্ত হইয়া উঠিল—এখালে কেন ? বাড়িয়ালী কথাটাকে অত্যন্ত কৌতুকের মনে করিয়া কৃত্রিম ক্রোধের ছলে কহিল, আ মর ছড়ি, সে আসবে না ত কি তুই সেখানে যাবি নাকি ? তোর কথা শুনলে যে হাসতে হাসতে পেটের নাড়ি ছিড়ে যায়। বলিয়া শুষ্ক হাসির ছটায় ঢলিয়া একেবারে কিরণময়ীর গায়ের উপর গিয়া পড়িল । কিরণময়ী কথা কহিল না, শুধু একটুখানি সরিয়া বসিল। বাড়িয়ালী আত্মীয়তার আবেশে আজ প্রথম তাহাকে ‘তুই’ সম্বোধন করিয়াছিল। কিন্তু সখিত্বের এই একান্ত মাখামাখি সম্ভাষণ এই স্ত্রীলোকটার মুখ হইতে কিরণময়ীর কানের ভিতর গিয়া একেবারে তীরের মত বিধিল । তাহার হৃদয়ের মধ্যে আজিও যে মহিমা মুছহিতের মত পড়িয়া ছিল, এই একটিমাত্র শব্দের কঠিন পদাঘাতে তাহার ঘুম ভাঙ্গিয়া গেল এবং মুহূৰ্ত্তমধ্যেই ভদ্র নারীর লুপ্ত মৰ্যাদা তাহার মনের মধ্যে দৃপ্ত হইয়া উঠিল। কিন্তু তবুও সে আত্মসংবরণ করিয়া চুপ করিয়াই স্বহিল। বাড়িয়ালী ইহার কিছুই লক্ষ্য করিল না, সে আপনার ক্টোকেই বলিয়া যাইতে লাগিল, তুই দেখিল নিকিন বোঁ, ছ'মাসের মধ্যে যদি না তোর বরাত ফিরিয়ে দিতে পারি ত আমার কামিনী বাড়িয়ালী নাম নয়। তুই শুধু আমার কথামত চলিল—আর আমি কিছুই চাইনে । किग्रनषघ्नौब भtन एऐण, भै बौप्लांकफे ठांशंद्र कांप्नब गयख चांबूलिब्रा ८षन