পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिजशैन পোড়ানো সাড়াশি দিয়া ছিড়িয়া বাহির করিতেছে, কিন্তু নিষেধ করিবার কথা তাহার মুখে ফুটিল না। শুধু চুপ করিয়া শুনিতেই লাগিল । বাড়য়ালী কহিল, খোট্ট মারোয়াড়ী ; ছপয়সা আছে। কোকে পড়েচে, দু'হাত দিয়ে দুয়ে নে ; তার পর যাক না বেটা গোল্লায়,—আবার কত এসে জুটবে। এমন হয়ে আছিল তাই,- নইলে তোর রূপটা কি সোজা রূপ বোঁ ! এমনি সময়ে বাহিরের বারান্দার প্রান্ত হইতে ভাঙা-গলার ডাক আসিল, বাড়িউলি ? এই যে যাই, বলিয়া সাড়া দিয়া বাড়িয়ালী বাহিরে যাইবার উপক্রম করিতেই কিরণময়ী দুই হাত বাড়াইয় তাহার আঁচলটা সঙ্গোরে চাপিয়া ধরিয়া বলিয়া উঠিল, না না, এখানে কিছুতেই না—এ-ঘরে কেউ যেন না ঢোকে। 够 বাড়িালী হতবুদ্ধি হইয়া কহিল, কেন ? কে আছে এখানে ? কিরণময়ী দৃঢ়-কণ্ঠে কহিল, কেউ থাক, না থাক—এখানে ন!—কিছুতেই না— আগম্ভক লোকটার পদ্ধশব্দ ক্রমশ: নিকটবৰ্ত্তী হইতে লাগিল । বাড়িয়ালী অবাক হইয়া কহিল, তুই ত আর কারো কুলের বোঁ ন’স ! शाश्व-चन তোর ঘরে আসবে, বসবে, তাতে ভয়ট কাকে শুনি ? তুই হলি বেলুস্তে । কিরণময়ী চীৎকার করিয়া উঠিল, কি আমি ? আমি বেগু ? তাহার মনে হইল, বজাগ্নি-রেখা তাহার পদতল হইতে উঠিয়া ব্ৰহ্মরন্ধ বিদীর্ণ করিয়া বুঝি বাহির হইয়া গেল । তাহার আরক্ত চক্ষু ও তীব্র কণ্ঠস্বরে বাড়িয়ালী বিস্থিত ও বিরক্ত হইয়া কহিল, তা নয় ত কি বল ? হ্যাকামি দেখলে গা জাল করে—এখন আমরাও যা, তুইও সেই পদার্থ। ভদ্রনোক আসচে, নে ঘরে বলা । এই ‘ভঙ্গরনোকটির কাছে বাড়িয়ালী টাকা খাইয়াছিল এবং আরও কিছুর প্রত্যাশা রাখে । ভদ্রলোক দরজার কাছে আসিয়া দাড়াইল, এবং দাত বাহির করিয়া হাসিয়া বলিল, কেয়া বাড়িয়ালী, খবর সোব ভাল ? বাড়িয়ালী, আঁচল টানিয়া লইয়া বিনয়-সহকারে কহিল, যেমন তোমাদের মেহেরবানি । যাও, ঘরে গিয়ে বসে গে—আমি পান সেজে আনি । একটু হাসিয়া বলিল, এখন এ ঘর-দোর সব তোমার বাবুজী ; ভাল করে সাজিয়ে গুজিয়ে দিতে হবে তা কিন্তু বলে রাখচি । আচ্ছা আচ্ছ, সে সোব হোবে, বলিয়া লোকটা বিন্দুমাত্র সঙ্কোচ না করিয়া ঘরে চুৰিয়া খাটের উপর বসিতে গেল । কিরণময়ীর স্বায়ুশিয়ার সহিষ্ণুতা ইস্পাতের অপেক্ষাও দৃঢ়, তাই এতক্ষণ পৰ্য্যন্ত °岛● 80 سے "بہو و