পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कब्रिजशैनं সাবিত্ৰী বলিল, আচ্ছা চল। কিন্তু একটা কথা আছে বেহারী, সতীশবাবু এখনো ফেরেননি, তুমি জেগে থাকতে পারবে ত ? বেহারী উদ্বিগ্ন হইয়া বলিল, আমি ! কিন্তু আমার সেই কোমরের বাতটা— তবে কি হবে বেহাতী ? বেহার একটুখানি ভাবিয়া বলিল, আজ যদি তুমি ঠাকুরমশাইকে হুকুম দিয়ে— সাবিত্রী তাড়াতাড়ি বলিল, সে হবে না বেহারী। বামুনমানুষকে আমি শীতে কষ্ট দিতে পারব না । অনিচ্ছুক বেহারী ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আচ্ছা, আমিই না হয় থাকব । তবে চল, তোমাকে রেখে আসি । সাবিত্রী উঠিয়া দাড়াইল । দুই-এক পা অগ্রসর হইয়া থামিয়া বলিল, কাজ নেই বেহারী, তুমি খেয়ে নাও গে—তার পরেই যাব । 等 বেহারী চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই ফিরিয়া আসিয়া বসিল, এবং অন্ধকার আকাশের পানে চাহিয়া চুপ করিয়া রছিল। আজ সতীশের সম্বন্ধে তাহার যথেষ্ট আশঙ্কা ছিল। সে মাতালের হাতে পড়িয়ছে, ইহা চোখে দেখিয়া তাহার কোনমতেই ঘরে ফিরিতে মন সরিতেছিল না। যদিচ, ইতিপূৰ্ব্বে ইহারই নিৰ্ব্ব দ্বিতায় নিদারুণ লাঞ্ছিত হইয়া জালায় ছটফট করিয়া সে প্রত্যুষেই কৰ্ম্মত্যাগের সঙ্কল্প স্থির-নিশ্চয় করিয়া রাখিয়াছিল, কিন্তু আজ রাত্রের মত এই লোকটিকে মনে মনে ক্ষমা না করিয়া, তাহার অবগুস্তাবী দুৰ্গতির কোন একটা উপায় না করিয়া, সে কোনমতেই ঘরে ফিরিতে পারিল না। বেহারী খাইয়া আসিলে বলিল, তুমি স্ততে যাও বেহারী, আমিই আছি । বেহারী আশ্চৰ্য্য হইয়া বলিল, ঘরে যাবে না ? বাৰু ফিরে আম্বন । তার পরে আমাকে রেখে আসতে পারবে না ? কেন পারব না মা ? নিশ্চয় পারব | তবে সে ভাল। আমি আছি, তুমি শোও গে। বেহারী খুশী হইয়া চলিয়া গেলে সাবিত্রী সেইখানেই একটা র্যাপার গায়ে দিয়া বসিয়া রহিল । এই মাতাল দুটে যাহা চোখে দেখিয়া গিয়াছে, তাহা প্রকাশ করিবেই, ইহাতেও তাহার যেমন লেশমাত্ৰ সংশয় ছিল না, এ ঘটনার দ্বিতীয় অর্থও যে কেহ গ্রহণ করিবে না, ইহাতেও তাহার তেমনি সন্দেহ রহিল ন| বিপিনবাৰু BBBBB BBBD DBBBS BB BSDDS BB BBBB BDS g BBD DDD BDD গতিবিধি আছে তখন কেহই বঞ্চিত থাকিবে না । তাহার পরেও আর কোন মুখে সতীশ এখানে একদওও থাকিবে । এই অভিশপ্তর লক্ষ গে কি করিয়া সৰ ኟፃ