পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰষ্ঠ । খাচ্চে—আমাকেও আশীৰ্ব্বাদ করে যাও, আমিও যেন এমনি বাঙালীর হাঙের আগুনটুকু পাই। ছেলের হাতে আগুন। সে ত সোজা কৰা নয় । স্বামী, পুত্র, কন্স, নাতি, নাভনী, দাস, দাসী, পরিজন-সমস্ত সংসার উজ্জল রাখিয়া এই ৰে স্বর্গরোহণ -দেখিয়া তাহার বুক ফুলিয়া উঠিতে লাগিল—এ সৌভাগ্যের দেবেন আর ইয়ত্ত করিতে পারিল না। সন্ত-প্রজ্জলিত চিতার অজস্র ধরা নীল রঙের ছায়। ८कणिबा इब्रिड्रा वृब्रिड्रा जांकांटल खेटैिtउष्णि, कांडांनौब्र भा रेशबहे घटश cश? একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল । গায়ে তাহার কত না ছবি আঁক, চূড়ায় তাহার কত না লতা-পাত জঙ্কানো । ভিতরে কে যেন বসিয়া আছে—মূখ তাহার চেনা যায় না, কিন্তু সিৰায় তাহার সিছরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো। উৰ্দ্ধবৃষ্টে চাহিয়৷ কাঙালীর মায়ের দুই চোখে অশ্রর ধারা বহিতেছিল, এমন সময়ে একটি বছর চোঙ্গ-পনেরর ছেলে তাহার আঁচলে টান দিয়া কছিল, ছেৰায় তুই দাড়িয়ে আছিল ম', ভাত রাধবিনে ? ম। চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাধবো ’খন রে । হঠাৎ উপরে অজ্বলি-নির্দেশ করিয়া ব্যগ্রন্বরে কহিল, আখ, দ্যাখ, বাবা-বামুন-মা ওই রখে চড়ে সগো যাচ্চে । ছেলে বিশ্বয়ে মুখ তুলিয়া কহিল, কই ? ক্ষণ কাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, জুই ক্ষেপেছিল। ও ত প্ৰয়া ! রাগ করিয়া কছিল, বেলা স্থপুর বাজে, আমার ক্ষিন্ধে পায় না বুঝি ? এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বাল্গুনদের গিরি মরচে তুই কেন কেঙ্গে মরিস্ মা ? কাঙালীর মার এতক্ষণে হস হুইল । পরের জন্ত শ্মশানে দাড়াইয়া এইভাবে অগ্রপাত করায় সে মনে মনে লজ্জা পাইল, এমন কি ছেলের অকল্যাণের আশঙ্কায় মূহুর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটু চেষ্টা করিয়া বলিল, কাৰ কিসের জন্তে রে।-চোখে ধোয়া লেগেছে বই ত নয় ! ईn, cर्षiब cनरशदइ बरे उ नञ्च । फूहे कॅश्रउशिणि ! মা আর প্রতিবাদ করিল না। ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও গান করিল, কাঙালীকেও দান করাইয়া ঘরে ফিরিল—শ্মশান-সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। -