পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिडईशैन দিবাকর কিছুক্ষণ স্তৰ থাকিয় ধীরে ধীরে উপরে চলিয়া গেল। সেখানে পূজার সাজ প্রস্তুত ছিল । গৃহে নারায়ণ শিলা প্রতিষ্ঠিত। র্তাহার নিত্যপূজার নিমিত্ত একজন পুরোহিত নিযুক্ত আছেন। তিনি বাড়িতেই থাকেন। কর্তা শিবপ্রসাদের দ্যায় তাহারও পাশ-খেলার ক্টোক খুব বেশি। শিবপ্রসাদ কিছুদিন হইল সরকারী চাকরিতে পেন্সন লইয়া উহার পশ্চিমের বাটতে আসিয়া বসিয়াছেন। সকালে চ পানের পরে পুরোহিতমশায়কে ডাক পাড়ে। "ভূতে, ভট্টাযিামশায়কে একবার ডাক। এক দান রঙে বলা যাক। পরে এক-গান দান করিয়া বেলা বাড়িয়া উঠে-পুরোহিতের পূজা করিবার অবকাশ হয় না। ইতিপূৰ্ব্বে পূজার জন্য তাগিদ দিয়া মহেশ্বরী চাকর পাঠাইতেন, কিন্তু উঠি উঠি কবিয়াও আর উঠা হইত ন-পূজার সময় বন্ধক্ষণ অতিবাহিত হইয় যাইত, কাহারে স্থস হইত না। ইদানীং পিতার শরীর ভাল নাই, অথচ খেলার কোকে থাকেন ভাল মনে করিয়া মহেশ্বরী আর পুরোহিতকে ডাকেন না-একে-ওকেতাকে দিয়া অর্থাৎ দিবাকরকে দিয়া নিত্যপূজা সারিয়া লন। - সকালে চ খাইবার অভ্যাস এবং অবকাশ দিবাকরের ছিল না। প্রত্যহ প্রভাতেই তাহাকে চাকরের সঙ্গে বাজার যাইতে হইত। আজ বাজার হইতে ফিরিয়া কোনমতে নিত্যকৰ্ম্ম সারিয়া লইয়া সে ভাত খাইতে আসিয়াছিল। দিবাকার পূজা করিতে গেল, কিন্তু আসনে বসিয়া ভাবিতে লাগিল, পরের বাড়ি থাকার মুখ এই! যদিও সে তাহার ভাল করিয়া জ্ঞান হইবার পর হইতেই এই পরের বাড়িতে আছে এবং ইহার অনেক দুঃখ অভ্যাসও হইয়াছে, কিন্তু মানুষের যে জিনিসটি কোন দুঃখেই মরে ন!—সেই ভবিষ্যতের আশা-আঘাত খাইয়া তাহার বুকের ভিতর থেকে আজ ঘাড় বাকাইয়া মাথা তুলিয়া দাড়াইল। রাগে তাহার সৰ্ব্বশরীর জালা করিতেছিল, সে সিংহাসন হইতে ঠাকুর নামাইয়1ঠক করিয়া তাম্রকুণ্ডের উপর ফেলিল, এবং বিনা ময়ে গায়ে জল ঢালিয়া দিয়া ভিজা ঠাকুর তুলিয়া রাখিল। তার ফুল দেওয়া, তুলসীপত্র সাজাইয়া দেওয়া, ঘণ্টা বাজান প্রভৃতি হাতের কাজগুলো অভ্যাসমতো হইতে লাগিল বটে, কিন্তু বিদ্বেষের জালায় জিহ্বা তার একটি মন্ত্রও আবৃত্তি করিল না। - এমনি করিয়া পূজার তামাসা শেষ করিয়া যখন সে উঠা দাড়াইয়াছে, তখন মনে হইল বটে পূজা করা একেবারেই হয় নাই এবং ফিরিয়া বসিৰে কি না সে দ্বিধাও একবার জাগিল বটে, কিন্তু সেইসঙ্গেই মনে পড়িল তাঁহার কলেজের প্রথম ঘণ্টা শেষ হইতেছে। আর সে কোনদিকে না চাহিয়া ফ্রস্তপদে লিড়ি বাছিয়া নীচে নামিয়া গেল। সোজা বাহিয়ে চলিয়া যাইতেছিল, মহেশ্বরী ভাড়ায় হইতে দেখিতে পাইয়া ভাকিয়া বলিলেন, খেয়ে গেলিনে য়ে ? גס