পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন সামতাবেড়, বিজয়া দশমী । ৪ঠা কাৰ্ত্তিক, ১৩৪৮ মন্ট,-আমার বিজয়ায় আশীৰ্ব্বাদ জেনো। অনেকদিন চিঠি দিতে পারিনি তার জন্তে অমৃতপ্ত হয়ে আছি । প্রথমে কাজের কথাটা সেরে নিই। ‘দোলায় গোড়া’র কয়েকটা পাত| এই সঙ্গে পাঠালাম। হালচালনার বহর দেখে হয়ত পত্রোত্তরেই জানাবে যে, “মশাই আপনার ভিক্ষেয় কাজ নেই কুজ্ঞা বুলিয়ে নিন। আমার বাকী কাগজগুলো ফিরিয়ে পাঠান।” সে আশঙ্কা আমার যথেষ্ট আছে, কিন্তু আমার তরফ থেকেও একটুখানি কৈফিয়ং যে নেই তা নয়। যথা— কতকটা তোমার মতই আমি ঐ বুলিগুলো মানিনে । যেমন art for arts sake, to for sco sake, truth for truth” sake of Art' go উপলব্ধি সকলের এক নয়, ওটা ভিতরের বস্তু, ওর সংজ্ঞা নির্দেশ করতে যাওয়া এবং তারই পরে এক বোকা জোর দেওয়া অবৈধ ৷ ধৰ্ম্ম, truth প্রভৃতি শুধু কথাই নয় তার চেয়ে বেশী কিছু এটা সৰ্ব্বদা মনে রাখা চাই । গল্পের উদ্দেশ্য যদি চিত্ত-রঞ্জন করাই হয় তবুও এই factটা থাকে যে ওটা দুটো কথা । চিত্ত এবং রঞ্জন ডাক্তার) Dr. Jitendra Mojumdar, M. D. ® xotrx fiğ ঠিক এক পদার্থ নয়। একটা চিত্ত যাতে খুনীতে ভরে উঠে অপরটা হয়ত তাতে কোন আনন্দই পাবে না। একজন বন্ধশিক্ষিত লোককে দেখেছি "ধারা’র ১৫২০ পাতার বেশী এগুতেই পারলে না, কিন্তু আমার কি করে যে বইটা শেষ হয়ে গেল জানতেই পারলাম না । গল্প লেখার আইন ওতে কতখানি ভাঙা হয়েছে তা আমি জানিও নে, জানবার ইচ্ছেও হয়নি। খুশী হয়েছিলাম, তৃপ্তি পেয়েছিলাম, এ একটা fact, অথচ যদি তর্ক করা হয় যে, art যে কি সে আমি জানিনে বুঝিনে, তাহলে চুপ করে থাকবে নিশ্চয়, কিন্তু এই ৫৬ বছর বয়সে নিজের মনকে সায় দেওয়া যাবে না কিছুতেই। স্বতরাং লাঙ্গল চালাবার যুক্তি আমার ওসব নয়। যে-সকল কথা তুমি অত্যন্ত ভেবে লিখেচো তার যে দরকার নেই, উপন্যাস লিখতে তা বলচিনে, কিন্তু আমার মধ্যে উপন্যাস লেখার যে ধারণা আছে তার দিক থেকে মনে হয়েছে স্বপনের চরিত্রের বিচারে ওর শেষের দিকের সঙ্গে গোড়ার দিকের লেখাটা বেশ সামঞ্জস্ত পায়নি। তাছাড়া বইটা ছোট করার দরকার গোড়ার দিকে। এটা হচ্ছে একটা কৌশল। পড়ার interest গোড়ার দিকে অন্ততঃ যেন ক্লান্ত হয়ে না পড়ে। আর একটা কথা মন্ট লিখতে বসে লেখার চেয়ে না-লেখা যে ঢের শক্ত। ...বাড়য্যে সত্যিই বড় লেখক, কিন্তু নালেখবার ইতিটা ঠিক বুঝতে পারেন না, একি তার বইয়ের মধ্যে দেখতে পাও না ? 9 et