পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ র্তার বই পড়তে গিয়ে অনেক সময়ে আমার কেবল এই আপশোষই হয়েছে...বাৰু এই কৌশলটা যদি জানতেন ! একেই বলে লেখার সংযম। বলবার বিষয়বস্তু যেন আবেগের প্রখরতায় প্রয়োজনের বেশী একপী ও ঠেলে নিয়ে যেতে না পারে। বরঞ্চ এক পা পিছিয়ে থাকে সেও ভালো। তুমি নিজে যদি এত বাদ দেওয়া পছন্দ না করতে পারো তোমার ওখানেই কোন সাহিত্যিক বন্ধুকে দেখিয়ে তার মত নিয়ো । অবগু এমনও হতে পারে যে, যে-সব লেখা এখন কেটে দিয়েছি তার কিছু কিছু হয়ত আমিই আবার জুড়ে দেবে যখন বইয়ের শেষ পর্য্যস্ত পৌঁছব । যাই হোক তোমার অভিমত জানতে পারলে ভাল হয়। তখন খুব শীঘ্র সমস্তটা কেটে-ছেটে বেঁড়ে করে দিতে বেশী দেরি ঘটবে না । , তোমার নী-র চিঠিগুলো খুব মন দিয়ে পড়েছিলাম। তুমি আমাকে শ্রদ্ধা করো, ভালোবাসো তাই তোমার অত লেগেছে, কিন্তু তাতে কাজ তো কিছু হবে না। ওদের পর্বত-প্রমাণ দন্ত তাতে তিলমাত্রও কমবে বলে বিশ্বাস করিনে। আর ঐ যে নী—, এই মাহুষটি যে কত ইতর তা কল্পনা করা যায় না । বাদ-প্রতিবাদের মধ্যে দিয়েও আমার নামের সঙ্গে ওর নাম সংযুক্ত হবে মনে হলেও সমস্ত মন যেন লজ্জায় কণ্টকিত হয়ে ওঠে । এর বেশী আমি ও-লোকটার সম্বন্ধে আর বলতে চাইনে । হয়ত, একদিন তোমরাও দেখতে পাবে যে বিদেশী শাসকের হাতে যে-সব স্বদেশী মুগুর দেশের কল্যাণে সবচেয়ে বড় আঘাত করে এই ছোকরাটি সেই জাতের । যাক । ত—র সঙ্গে শীঘ্রই একদিন দেখা কোরব। বোলবো না যে তার সম্বন্ধে তুমি আমাকে কোন-কিছুই লিখেচে, কিন্তু যা-সব তুমি আমাকে জানিয়েছে তাই ভিত্তি করে জেরা করে সত্য আবিষ্কারের চেষ্টা কোরব। দেখি ত—কি বলেন । শ্রীঅরবিন্দ সম্বন্ধে কোথাও তো আমি ও-কথা বলিনি। তাকে দেশশুদ্ধ সবাই গভীর শ্রদ্ধা করে শুধু কি করিনে আমিই ? তবে আশ্রমবাসীদের ওপর আমার মন বেশ স্বপ্রসন্ন নয়। হেতু কতকটা ত—র কথায় আর কতকটা অন্যান্ত আশ্রমবাসীদের সম্বন্ধে আমার নিজের জানা-শোনায় । তাছাড়া তোমার নিজের চলে যাওয়াটা আমার অত্যন্ত বেজেছিল। যখন I.C.S. কিংবা আইন পড়লে না তখনও বেজেছিল, কিন্তু যখন গান-বাজনাকেই এবং তার সঙ্গে সাহিত্যকে-আশ্রয় করলে তখন সে ক্ষোভ গিয়েছিল। তেবেছিলাম সবাই চাকরি করবে এবং দেশের লোককে জেলে পাঠাবে হাকিম হয়েই হোক ব্যারিস্টার হয়েই হোক—তাই বা কেন ? মন্টর খাওয়া-পরার তাবনা নেই, ও যদি ভারতের কলা-শিল্পকে বিদেশীয় চোখে বড় করে তুলতে পারে, বুদ্ধি দিয়ে এর গতানুগতিক পথ থেকে আর এক নতুন পথে টেনে আনতে পারে, 8 ete