পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छब्रिमशैम স্বরবালা বলিল, ঠাকুরপো স্বাগ করে না খেয়ে কলেজে যাচ্ছিলেন, তাই ডেকে পাঠিয়েছিলুম। হেতু ? স্বরবালা বলিল, রাগ সত্যিই হয়। ও-বেচারার সকালে পড়বার জো নেই— বাজারে যেতে হবে, ফিরে এসে ঠাকুরপুজো করতে হবে। কোনদিন এগারোট বারোটা বেজে যায়। বল দেখি, কখনই বা খায়, কখনই পড়তে যায় ? ঠিক বুঝলাম না । ভটচাযিামশায়ের জর না কি ? স্বরবালা কহিল, জর হবে কেন ? বাবার সঙ্গে পাশায় বসেচেন । আর তারই বা অপরাধ কি ? বাবা ভেকে পাঠালে ত তিনি না বলতে পারেন না । উপেক্স কহিল, তা ত পারেন না, কিন্তু আগে তিনি চাকরের সঙ্গে সকালে বাজারে যেতেন না । * স্বরবালা কহিল, দিন-কতক সখ করে গিয়েছিলেন মাত্র । না হলে ঠাকুরপোকেই বরাবর যেতে হয়। *s হ, বলিয়া উপেন্দ্র পাশ ফিরিবার উপক্রম করিতেই স্বরবাল সভয়ে বলিয়া উঠিল, কর কি, আবার পাশ ফেরো যে ! উপেন্দ্র চুপ করিয়া আরো মিনিট-পাঁচেক পড়িয়া থাকিয়া উঠিয়া পড়িলেন, এবং নিঃশব্দে বাহিরে চলিয়া গেলেন । সেইদিন ঠাকুরপূজা হইল না, এই কথা ভাবিতে ভাবিতে দিবাকার অপ্রসন্ন মুখে ধীরে ধীরে কলেজে চলিয়াছিল । বাড়িতে এইমাত্র যে-সব ব্যাপার ঘটিয়া গেল, সে আলোচনা ভিন্ন ভাবিতেছিল ঠাকুরের পূজা হুইল না। অনেকদিনের অনেক অহুবিধা সত্ত্বেও এ কাজটিকে সে অবহেলা করে নাই, করিবার কথাও কোনদিন মনে উদয় হয় নাই। বিশেষ করিয়া এই কারণেই সে আজিকার কথা স্মরণ করিয়া পীড়া অহুভব করিতে লাগিল। যদিও যুক্তি-তর্ক দ্বারা বারংবার মনকে সাৰনা দিতে লাগিল যে, ভগবান একটিমাত্র স্থানেই আবদ্ধ নহেন, স্বতরাং একস্থানে ভোগ না জুটিলেও অজ্ঞ জুটিয়াছে ; তবু সেই ষে তাহদের অভূক্ত গৃহদেবতাটি তীখার নিত্যপূজা ও ভোগ হইতে বঞ্চিত হইয়া ক্রুদ্ধমুখে সিংহাসনে বসিয়া রছিলেন, তাহার প্রতিহিংসার আশঙ্কা তাহার মন হইতে কিছুতেই ঘূচিতে চাহিল না। কলেজে গিয়া শুনিল, প্রফেসারের অস্থখ হওয়ায় প্রথম ঘণ্টার ফ্লাল বসে নাই— सनिब्रा दिांकब्र थङ्क रुहेल । *शैच निको हल्लेष्ठरछ् वजिब्रां छांरखबा हॉलिब्रेिब्र হিসাবের নিমিত্ত কলেজের কেরানীকে বাস্ত করিয়া তুলিয়াছে । জাজ অঙ্গভ ছাত্রেরা যখন ওই উদ্দেশ্যে অফিস-ঘরের দিকে যাইবার উভোগ করিতেছিল, তখন هسو و