পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীড়িত চিত্ত তাহার ততই সম্ভব অসম্ভবের মধ্যে রেখা টানিয়া দিবার জন্ত পীড়াপীড়ি করিতে লাগিল । পুনৰ্ব্বার তাহার মাথার মধ্যে আগুন জলিয়া উঠিল এবং জার একবার উঠিয়া বসিয়া জীবনে মদ স্পর্শ না করিবার প্রতিজ্ঞ আবার একবার উচ্চারণ করিয়া সে প্রায়শ্চিত্ত করিল। জানাল খুলিয়া দিয়া সতীশ ডাকিল, বেহারী ! বেহারী রাখালবাবুর বিছানা রোদে দিতেছিল ; ভাক শুনিয়া কাছে আলিয়া দাড়াইল । সতীশ বলিল, আচ্ছা, যা কচ্চিস কর—সাবিত্রীকে এক গ্লাস জল জানতে বলে দে ! বেহারী বলিল, আমিই আনচি বাৰু, তিনি এখন আহিক করতে । সতীশ আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, আহিক কল্পচে কি রে ? অজ্ঞে, তিনি ত রোজ করে । একাদশীয় দিনে একফোট জলও খায় না। আমরা কত বলি বাৰু, কিন্তু তিনি মাছও খায় না, রাত্তিরেও খায় না-তিনি ভন্ধরনোক কি না তাই । -: সতীশ অধিকতর আশ্চৰ্য্য হইয়া বলিল, ভদরলোক কি রে— ই বাৰু, ভদ্রলোক। বলিয়া বেহারী জল জানিতে যাইতেছিল, সতীশ ভাকিয় বলিল, সাবিত্রী রাত্রে যদি ভাত খায় না তবে কি খায় ? কি আর খাবে বাৰু! থাকলে কোনদিন একটু জলটল খায়—না থাকলে কিছুই খায় না । বাসার আর কেউ জানে ? বেহারী বলিল, ঠাকুরমশায় জানে, আমি জানি, আর কেউ জানে না । তিনি বলতে মানা করে দেছে । সতীশ বলিল, আচ্ছা, তুই জল আন । বেহারী দুই-এক পা যাইতেই সতীশ পুনৰ্ব্বার ডাকিল, আচ্ছা বেহারী— च्षांटत्वा ? ভদরলোক তুই জানলি কেমন করে । জানি বৈ কি বাৰু। ভদ্ধরনোকের মেয়ে শুধু আদেষ্টের ফেরে— আচ্ছা আচ্ছ, তুই যা, জল আন । বেহারী চলিয়া গেলে সতীশ বিছানার উপর উপুড় হুইয়া গুইয়া পড়িল । সাবিত্রীকে সাধারণ দাসীর সহিত এক করিয়া দেখিতে কোথায় যে তাহার একটা बाषा बांजिउ, ८कन ८ष भन ठांश्ांग्र शैनड e ७४ लांश्नांब छांटनं नि:चंच बांषां sia ساده