পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰই খয়ের ভিতর হইতে একটা চাপা-হাসির শব্দ সতীশের কানে আসিয়া পৌছিল । বেহারী অদূরে দাড়াইয়া ছিল, ঘরে ঢুকিয়া হাতের পুটলিটি কপাটের আড়ালে নামাইয়া রাখিয়া রাখালকে উদ্বেগু করিয়া বলিল, বাবু, আমার সতের দিনের মাইনেট হিসাব করে দিন, আমাকে এখনি বাবুর সঙ্গে যেতে হবে । রাখাল বিক্ষিত ও ক্রুদ্ধ হইয়া বলিলেন, তুই যাবি, এখানে কাজ করবে কে ? যাব বললেই ত যাওয়া হয় না । বেহারী কহিল, কেন হবে না বাৰু। আমাকে যে যেতেই হবে। রাখাল আগুনের মত জলিয়া উঠিয়া বলিলেন, হবে বললেই হবে! রীতিমত নোটিশ দেওয়া চাই, জানিস ! বেহারী কহিল, সে তখন একদিন সময়মত এসে দিয়ে যাব । এখন মাইনেট দিন, আমাকে জিনিস-পত্র গুছিয়ে নিতে হবে। রাখাল আর কোন জবাব না দিয়া ঝড়ের বেগে বাহির হইয়। সতীশের ঘরে ঢুকিয়াই বলিয়া উঠিল, সতীশবাবু, এইগুলো কি কাজ ? সতীশ বিছানা বাধিতেছিল, মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কোনগুলো ? স্বাখাল উদ্ধতভাবে কহিল, ঝি আসেনি। সে ত আগেই গেছে দেখচি, আবার বেহারীকে নিতে চান কেন ? দোষ করলেন আপনি, শাস্তি ভোগ করবো কি আমরা ? সতীশ বিস্থিত হইয়া বলিল, আপনার কথা ত বুঝলাম না । রাখাল গলার স্বর চড়াইয়া দিয়া বলিলেন, বুঝবেন কেন, না বোঝাই যে স্থবিধে । নিজে না গেলে আপনাকে ত বার করতেই হ’তো ; কিন্তু সে যা হোক, একটা সহজ ভদ্রতার জ্ঞানও কি মামুষের থাকতে নেই। সতীশের দুই চোখ জলিয়া উঠিল, কাছে সরিয়া জাসিয়া বলিল, আপনি এ সমস্ত কি বলচেন ? -- ঈর্ষার বহ্নি রাখালকে দগ্ধ করিতেছিল, বলিলেন, বলচি ঠিক, আপনিও বুঝচেন ঠিক । সতীশবাবু, কোন কথাই আমাদের অজানা নেই। আচ্ছা যান আপনি-কি কালসাপকেই ঘরে আনা হয়েছিল, এমন বাসাটা লণ্ডভণ্ড করে দিলে । সতীশ রাখালের একটা হাত চাপিয়া ধরিয়া বলিল, কি বলচেন রাখালবাৰু? স্বাখাল জোয় করিয়া হাত ছাড়াইয়া গজিয়া উঠিলেন, যান—যান, স্বাকা সাজবেন না। যান আপনি, দূর হোন। বেহার ঘরে ঢুকিয়া বলিল, সতীশবাবু, যেতে দেন ওঁকে, কোথায় ওর দরদ, কোথায় ওঁর জাল, সে একদিন আপনাকে আমি বলব। আমি সমস্ত জানি। জাম্বন, আমরা জিনিস-পত্র গুছিয়ে নিই।