পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (একাদশ সম্ভার).djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নিঃসংশয়ে বুঝিয়াছিল, তাহার ব্যথিত মুখের চেষ্টারাটাও সে কল্পনায় আজি সুস্পষ্ট দেখিতে जाँगिज । जडौंत्र भएन भन्न दलि रह्यो, आशंन्न निाछछ कीि डािँग्न (य अनारुडै ঘটিঃাছে, অসহায়া সাবিত্রীকে তাছার মধ্যে ফেলিয়া আসা উচিত হয় নাই, কিন্তু, উচিত যে কি হইতে পারিত, তাছাও সে কোনমতেই ভাবিয়া পাইল না। কিন্তু সাবিত্রী কি নিজেই তাহাকে চলিয়া যাইতে বলে নাই । সে কি দৰ্প করিয়া বলে নাই, উহাতে সে কোন অপমানই বোধ করে না। বেহারী আসিয়া বলিল, আপনার চান করবার সময় হয়েচে । তাহার কণ্ঠস্বরে আজ যেন একটু বিশেষ অর্থ ছিল ! সতীশ লজ্জিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল এবং তোয়ালে কাধে ফেলিয়া স্নান করিতে চলিয়া গেল । .* হায় রে । মন যখন তাহার ছিড়িয়া পড়িতেছিল, তখনও নিয়মিত কোন কাজেই অবহেলা করিবার পথ ছিল না। সে স্কুলে গেল, কিন্তু ক্লাসে ঢুকিতে পারিল না। বাছিয়ে ঘূরিয়া ঘূরিয়া একসময়ে বাসায় ফিরিয়া আসিয়া ঘরে ঢুকিতেই কিসের নৈরাঙ্গে যেন সমস্ত হয়ে পরিপূর্ণ হুইয়া উঠিল। এই নৃতন ঘরটিকে সাজাইয়গুছাইরা লইতে বেহার যথাসাধ্য পরিশ্রম করিয়াছে তাহা বুঝা গেল, কিন্তু অপট হস্তের প্রথম চেষ্টা কোথাও চাপা পড়ে নাই, তাহাও তাঁহার তেমনি চোখে পড়িল । বেহারী সরবৎ তৈরী করিয়া অনিল, তামাক সাজিয়া দিল, এবং দোকান হইতে পানের দোনা কিনিয়া আনিয়া কাছে রাখিল । বুদ্ধের অনভ্যন্ত এই-সব সেবার BDD DBB DD BDD DBB BttH BBB DD DDDD S DDD BBBD DDS সতীশ ভাবিতে লাগিল, যাহা হইবার হইয়াছে, এ-সল কথা সে আর মনেও আনিবে না, লেখাপড়ার জঙ্গ কলিকাতায় আসিয়াছিল, হয় ঐ লইয়াই থাকিবে, না হয়, বাড়ি ফিরিয়া যাইবে । কিন্তু সেদিন ঐ মূৰ্ছিত নারীর তথ স্পর্শ টুকু লইয়া সে বাসায় ফিরিয়াছিল, সে উত্তাপ তাহার সমস্ত সংযমের চেষ্টাকে গলাইয়া শেষ করিয়া ফেলিতে লাগিল । বেহারী মনে মনে সমস্তই বুঝিতেছিল, কিন্তু সাত্বনা দিবার সাহস তাহার ছিল না। তাই সে বিষঃ-মুখে চুপ করিয়া দ্বারের বাহিরে বসিয়া রছিল। প্রায় দশটা বাজে, সে আনে আস্তে মুখ বাড়াইয়া বলিল, বাৰু, জালোটা নিবিয়ে দেব কি ? সতীশ কছিল, দে, কিন্তু তুই গুবি কোথা বেছারী ? আমি এইখানেই আছি বাৰু। আমার মান্থরটা দোর গোড়াতেই পেতেচি । সতীশ জিজ্ঞাসা করিল, এ-বাসায় কি চাকরদের শোবার স্বয় নেই ? বেহারী বলিল, নীচে একটা খালি ঘর আছে, কিন্তু আপনার যদি কিছু দরকার হয়, তাই এখানেই থাকব । - శ్రీతి