পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ না, তাও না । কিন্তু বড় রোগ হয়ে গেছ ষে । যদি হয়েও থাকি সে অনেক দিনের অবহেলায় । একদিনে সংশোধন করতে চাইলেই মারা যাব । বেদনায় মুখ তাহার পাংগু হইয়া উঠিল, কহিল, আর হবে না। ষে শাস্তি পেলুম সে আর ভুলব না । এই আমার মস্ত লাভ। ক্ষণকাল মৌন থাকিয়া ধীরে ধীরে বলিতে লাগিল, ভোর হলে উঠে এলুম। ভাগ্যে কুম্ভকর্ণের নিদ্রা অল্পে ভাঙে না, নইলে লোভের বশে তোমাকে জাগিয়ে ফেলেছিলুম আর কি ! তারপর ঘরোয়ানকে সঙ্গে নিয়ে গঙ্গা নাইতে গেলুম—ম যেন সব তাপ মুছে নিলেন। বাড়ি এসে আহিকে বসলুম, দেখতে পেলুম তুমি কেবল একাই ফিরে আসোনি, সঙ্গে ফিরে এসেচে আমার পূজার মন্ত্র। এসেচেন আমার ইষ্টদেবতা, গুরুদেব—এসেচে আমার শ্রাবণের মেঘ। আজিও চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু সে আমার বুকের রক্ত নেঙড়ানো অশ্রু নয়, আমার আনন্দের উপচে-ওঠা ঝরনার ধারা—আমার সকল দিক ভিজিয়ে দিয়ে, তালিয়ে দিয়ে, বয়ে গেল ! আনি গে। দুটো ফল ? বঁট নিয়ে কাছে বসে নিজের হাতে বানিয়ে অনেকদিন তোমায় খেতে দিইনি--- यांझे ? ८कमन ? যাও । রাজলক্ষ্মী তেমনি দ্রুতবেগে প্রস্থান করিল। আমার আবার নিশ্বfস পড়িল । এ, আর সেই কমললতা ! কি জানি কে উহার জন্মকালে সহস্ৰ নামের মধ্যে বাছিয়া তাহার রাজলক্ষ্মী নাম দিয়াছিল ! দু’জনে কালীঘাট হইতে যখন ফিরিয়া আসিলাম তখন রান্ত্রি ন’টা। রাজলক্ষ্মী স্বান করিয়া কাপড় ছাড়ির সহজ-মানুষের মত কাছে আসিয়া বসিল । বলিলাম, রাজপোশাক গেছে—বাচলাম । রাজলক্ষ্মী ঘাড় নাড়িয়া বলিল, ও আমার রাজপোশাকই বটে। কিন্তু রাজার দেওয়া যে ! ৰখন মরব, ঐ কাপড়খানা আমাকে পরিয়ে দিতে ব’লো । ভাই হবে। কিন্তু সারাদিন ধরে আজ কি তুমি শুধু স্বপ্ন দেখেই কাটাবে, এইবার किडू थte । খাই । . রতনকে বলে দিই ঠাকুর এইখানে তোমার খাবার দিয়ে যাক । "Φω