পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হাতটা ধুয়ে আসি গে, বলিয়া রাজলক্ষ্মী তাড়াতাড়ি উঠিয়া চলিয়া গেল পরদিন দিনের ও দিনাস্তের সৰ্ব্ববিধ কাজকৰ্ম্ম সারিয়া রাজলক্ষ্মী আসিয়া আমার কাছে বসিল । কহিল, কমললতার গল্প শুনবো, বলে । যতটা জানি সমস্তই বলিলাম, শুধু নিজের সম্বন্ধে কিছু কিছু বাদ দিলাম, কারণ ভুল বুঝিবার সম্ভাবন।। আগাগোড়া মন দিয়া শুনিয়া সে ধীরে ধীরে বলিল, যতীনের মরণটাই ওকে সবচেয়ে বেজেচে । ওর দোষেই সে মারা গেল । ওর দোষ কিসে ? দোষ বইকি। কলঙ্ক এড়াতে ওকেই ত কমললতা ডেকেছিল সকলের আগে আত্মহত্যায় সাহায্য করতে। সেদিন যতীন স্বীকার করতে পারেনি, কিন্তু আর একদিন নিজের কলঙ্ক এড়াতে তার ঐ পথটাই সকলের আগে চোখে পড়ে গেল। এমনি হয়, তাই পাপের সহায় হতে বন্ধুকে ডাকতে নেই—তাতে একের প্রায়শ্চিত্ত পড়ে অপরের ঘাড়ে । ও নিজে বাচল, কিন্তু ম’লো তার স্নেহের ধন । যুক্তিটা ভালো বোঝা গেল না লক্ষ্মী । তুমি বুঝবে কি করে ? বুঝেচে কমললতা, বুঝেচে তোমার রাজলক্ষ্মী । ૭:–4રે ? এই বইকি ! আমার বঁাচা কতটুকু বলো ত যখন চেয়ে দেখি তোমার পানে । কিন্তু কালই যে বললে তোমার মনের সব কালি মুছে গিয়েছে—আর কোন গ্লানি নেই—সে কি তবে মিছে ? মিছেই ত। কালি মুছবে ম’লে –তার আগে নয়। মরতেও চেয়েচি, কিন্তু পারিনে কেবল তোমারই জন্যে ! তা জানি । কিন্তু এ নিয়ে বার বার যদি ব্যথা দাও, আমি এমনি নিরুদ্দেশ হবে, কোথাও আর আমাকে খুজে পাবে না। রাজলক্ষ্মী সভয়ে আমার হাতটা ধরিয়া ফেলিয়া একেবারে বুকের কাছে বেধিয়া বসিল, বলিল, এমন কথা আর কখনো মুখেও এনে না। তুমি সব পারে, তোমার নিষ্ঠুরতা কোথাও বাধা মানে না । এমন কথা আর বলবে না বলে ? R | ভাববে না বলে ? তুমি বলে আমাকে ফেলে কখনে। যাবে না ? ?b*