পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সহসা আমার কোলের উপর মাথা রাখিয়া শুইয়া পড়িল এবং বহুক্ষণ পৰ্য্যন্ত চোখ বুজিয়া স্তব্ধ হইয়া বহিল। কি ভাবচ ? রাজলক্ষ্মী চোখ চাহিয়া একটু হাসিল, আমরা কবে যাব ? * বলিলাম, এই বাড়িটার একটা ব্যবস্থা করে নাও, তারপরে যেদিন ইচ্ছে চল যাত্রা করি । সে ঘাড় নাড়িয়া সায় দিয়া আবার চোখ বুজিল । আবার কি ভাবচ ? রাজলক্ষ্মী চাহিয়া বলিল, ভাবচি একবার মুরারীপুরে যাবে না ? বলিলাম, বিদেশে যাবার পূৰ্ব্বে একবার দেখা দিয়ে আসব তাদের কথা দিয়েছিলাম । তবে চল কালই দু’জনে যাই। তুমি যাবে? কেন ভয় কিসের ? তোমাকে ভালোবাসে কমললতা, আর তাকে ভালবাসে আমার গহরদাদা । এ হয়েচে ভালো । এসব কে তোমাকে বললে ? তুমিই বলেচ। না, আমি বলিনি । ই, তুমিই বলেচ, শুধু জানো না কখন বলেচ । শুনিয়া সঙ্কোচে ব্যাকুল হইয়া উঠিলাম, বলিলাম, সে যাই হোক, সেখানে যাওয়া তোমার উচিত নয় ! কেন নয় ? সে বেচারাকে ঠাট্টা করে তুমি অস্থির করে তুলবে। রাজলক্ষ্মী ভ্র কুঞ্চিত করিল, কুপিত-কণ্ঠে কহিল, এতকালে আমার এই পরিচয় পেয়েচ তুমি ? তোমাকে সে ভালবাসে এই নিয়ে তাকে লজ্জা দিতে যাবে। আমি ? তোমাকে ভালবাসা কি অপরাধ ? আমিও ত মেয়েমানুষ । হয়ত বা তাকে আমিও ভালোবেসে আসব। কিছুই তোমার অসম্ভব নয় লক্ষ্মী—চল যাই । ই চল, কাল সকালের গাড়িতেই বেরিয়ে পড়ব দু’জনে—তোমার কোন ভাবনা নেই—এ জীবনে তোমাকে অস্বর্থী করব না আমি কখনো । বলিয়াই সে কেমন একপ্রকার বিমনা হইয়া পড়িল । চক্ষু নিমীলিত, শ্বাসপ্রশ্বাস থামিয়া আলিতেছে-সহসা সে যেন কোথায় কতদূরেই না সরিয়া গেল । У о о