পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকান্ত পরিচয় ত মাত্র দু-তিনদিনের, কিন্তু সেদিন যে দিদির সঙ্গে গল মিলিয়ে আমিও কাঁদতে বসিনি—সেটা নিতান্তই সন্ন্যাসী-ধৰ্ম্মের বিরুদ্ধ বলে । বলিলাম, সেটা বোধ হয় দিদির খাতিরে । তার অনুরোধেই ত এতদূরে এলে। আনন্দ কহিল, নেহাৎ মিথ্যে নয় দাদা । ওঁর অন্তরোধ ত অনুরোধ নয়, যেন ময়ের ডাক। পা আপনি চলতে শুরু করে । কত ঘরেই ত আশ্রয় নিই, কিন্তু ঠিক এমনটি আর দেখিনে। আপনিও ত শুনেছি অনেক ঘুরেচেন, কোথাও দেখেচেন এর মত আর একটি ? বলিলাম, অনেক—অনেক । রাজলক্ষ্মী প্রবেশ করিল । ঘরে ঢুকিয়াই সে আমার কথাটা শুনতে পাইয়াছিল, BBB BB BBBB BBBS BBB BBS BBBBS SBBBS BBBS অনেক গা ? আনন্দ বোধ করি একটু বিপদগ্রস্ত হইয়া পড়ল , আমি বলিলাম, তোমার গুণের কথা । উনি সন্দেহ প্রকাশ করেছিলেন বলেই আমি সজোরে তার প্রতিবাদ করছিলাম । আনন্দ চায়ের বাটিটা মুখে তুলিতেছিল, হধির নাড়ায় খানিকট চা মাটিতে পড়িয় গেল । রাজলক্ষ্মীও হাসিয়া ফেলিল । আনন্দ বলিল, দাদা, আপনার উপস্থিত বুদ্ধিটা অদ্ভুত । ঠিক উন্টেটি চক্ষের পলকে মাথায় এলে কি করে ? রাজলক্ষ্মী বলিল, আশ্চৰ্য্য কি আনন্দ ? নিজের মনের কথা চপতে চাপ৩ে আর গল্প বানিয়ে বলতে বলতে এ বিদ্যের উনি একেবারে মহামহোপাধ্যায় হয়ে গেছেন । বলিলাম, আমাকে তা হলে তুমি বিশ্বাস করে। না ? একটুও না । আনন্দ হাসিয়া কহিল, বানিয়ে বলার বিদ্যেয় আপনিও কম নয় দিদ । তৎক্ষণাৎ জবাব দিলেন—একটুও না । রাজলক্ষ্মীও হাসিয়া ফেলিল, বলিল, জলেপুড়ে শিখতে হয়েচে ভাই । তুমি কিন্তু আর দেরি ক’রো না, চা খেয়ে স্নান করে নাও, কাল গাড়িতে তোমার যে খাওয়া হয়নি তা বেশ জানি । ওঁর মুখে আমার মুখ্যাতি শুনতে গেলে তোমার সমস্তদিনে কুলোবে না । এই বলিয়া সে চলিয়া গেল । আনন্দ কহিল, আপনাদের মত এমন দুটি লোক সংসারে বিরল । ভগবান আশ্চৰ্য্য মিল করে আপনাদের দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার নমুনা দেখলে ত ? ר כי ל リー>v