পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ তাহার মন্তব্য শুনিয়া রাজলক্ষ্মী হাসিতে লাগিল, কিন্তু আমি সরলমনে তাহাতে যোগ দিতে পারিলাম না । কারণ, আনন্দ বুঝিবে না কিছুই, আমার আপত্তিকে ওস্তাদের বিনয় বাক্য কল্পনা করিয়া ক্রমাগত পীড়াপীড়ি করিতে থাকিবে, এবং হয়ত বা শেষে রাগ করিয়া বসিবে । পুত্ৰশোকাতুর ধৃতরাষ্ট্র-বিলাপের দুর্যোধনের গানটা জানি, কিন্তু রাজলক্ষ্মীর পরে এ আসরে সেট মানানসই হইবে না। হারমোনিয়ম আসিলে প্রথমে সচরাচর প্রচলিত দুই-একটা ঠাকুরদের’ গান গাহিয়া রাজলক্ষ্মী বৈষ্ণ৫-পদাবলী আরম্ভ করিল, শুনিয়া মনে হইল সেদিন মুরারিপুর আখড়াতেও বোধ করি এমনটি শুনি নাই। আনন্দ বিস্ময়ে অভিভূত হইয়া গেল, আমাকে দেখাইয়া মুগ্ধচিত্তে কহিল, এ কি সমস্তই ওঁর কাছে শেখা দিদি ? সমস্তই কি কেউ একজনের কাজে শেথে আনন্দ ? সে ঠিক । তারপরে সে আমার প্রতি চাহিয়া কহিল, দাদা, এবার কিন্তু আপনাকে অনুগ্রহ করিতে হইবে । দিদি একটু ক্লান্ত । না হে, আমার শরীর ভালো নেই । শরীরের জন্য আমি দায়ী, অতিথির অনুরোধ রাখবেন না ? রাখবর জে নেহ হে, শরীর বড় খারাপ । রাজলক্ষ্মী গম্ভীর হইবার চেষ্টা করিতেছিল, কিন্তু সামালাইতে পারিল না, হাসিয়া গড়াইয়া পড়িল । আনন্দ ব্যাপারটা এবারে বুঝিল, কহিল, দিদি, তবে বলুন কার কাছে এত শিখলেন ? Dtt BBBBS BB BBB BBBB BBS BB BBB BBS BBS BBB কাছে নয় হে, দাদা কখনো এ বিদ্যের ধর দিয়েও চলেননি ! আনন্দ ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, আমিও সামান্য কিছু জানি দিদি, কিন্তু বেশী শেখবার সময় পাইনি। সুযোগ যদি হ’লো এবার আপনার শিষ্যত্ব নিয়ে শিক্ষসম্পূর্ণ করব। কিন্তু আজ কি এখানেই থেমে যাবেন, আর কিছু শোনাবেন না ? রাজলক্ষ্মী বলিল, আজ ত সময় নেই ভাই, তোমাদের খাবার তৈরী করতে হবে যে | আনন্দ নিশ্বাস ফেলিয়া কহিল, তা জানি । সংসারের ভার র্যাদের ওপর, সময় প্তাদের কম। কিন্তু বয়সে আমি ছোট, আপনার ছোটভাই, আমাকে শেখাতে হবে। অপরিচিত স্থানে একলা যখন সময় কাটতে চাইবে না তখন এই দয়া আপনার স্মরণ করব। রাজলক্ষ্মী স্নেহে বিগলিত হইয়া কহিল, তুমি ডাক্তার, বিদেশে তোমার এই বস্থাহীন দাদাটির প্রতি দৃষ্ট রেখে ভাই, আমি যতটুকু জানি তোমাকে আদর করে শেখাব | እ8 ©