পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকান্তু নি কাট কখনাে বই পড়ি, কখনাে নিজের বিগত কাহিনী খাতা লিখিা কখনো বা শূন্ত মাঠে এক এক ঘুরিয়া বেড়াইয়া। এক বিষয়ে নিশ্চিন্ত যে কৰ্ম্মের প্রেরণ আমাতে নাই, লড়াই করিয়া টেপুট করিয়া, সংসারে দশজনের ঘাড়ে চড়িয়া বসার সাধাও নাই, সঙ্কল্পও নাই। সহজে যাহ। পাই তাঁহাই যথেষ্ট বলিয়া মানি । বাড়ি-ঘর টাকা-কড়ি বিষয়-আশয় মান-সন্ত্রম এসকল আমার কাছে ছায়াময় । অপরের দেখাদেখি নিজের জড়ত্বকে যদিবা কখনো কৰ্ত্তবাবুদ্ধির তাড়নায় সচেতন করিতে যাই অচিরকাল মধ্যেই দেধি আবার সে চোখ বুজিয়া ঢুলিতেছে—শত ঠেলাঠেলিতেও আর গা নাড়িতে চাহে না। শুধু দেখি একটা বিষয়ে তন্দ্রীতুর মন কলরবে তরঙ্গিত হইয় উঠে, সে ঐ মুরারিপুরের দশটা দিনের স্মৃতির আলোড়নে । ঠিক যেন কানে শুনিতে পাই বৈষ্ণবী কমলপতার সহে অনুরোধ- নতুনগোসাই এইটি করে দাও না তাই ! ঐ যা—সব নষ্ট করে দিলে ? অামার ঘাট হয়েচে গেী, তোমায় কাজ করতে বলে—নাও ওঠে । পদ্মা পোড়ারমুখী গেল কোথায়, একটু জল চড়িয়ে দিক না, চা-খাবার যে তোমার সময়ে হয়েচে গোসাই । সেদিন চায়ের পাত্রগুলি সে নিজে ধুইয়া রাখিত পাছে ভাঙে। আজ তাহদের প্রয়োজন গিয়াছে ফুরাইয়া, তথাপি কখনো কাজে লাগার আশায় কি জানি সেগুলি সে যত্নে তুলিয় রাথিয়াছে কিনা ৷ জানি সে পালাই পালাই করিতেছে। হেতু জানি না, তবু মনে সন্দেহ নাই মূৰ্বারিপুর আশ্রমে দিন তাহার প্রতিদিন সংক্ষিপ্ত হইয়া আসিতেছে। হয়ত, একদিন এই খবরটাই অকস্মাং আসিয়া পৌছিবে। নিরাশ্রয়, নিঃসম্বল, পথে পথে সে ভিক্ষা *রিয়া ফিরিতেছে মনে করিলেই চোখে জল আসিয়া পড়ে। দিশেহারা মন সাস্থনার আশায় ফিরিয়া চাহে রাজলক্ষ্মীর পানে। সকলের সকল শুভ-চিন্তায় অবিশ্রাম কধে নিযুক্ত—কল্যাণ যেন তাহার দুই হাতের দশ অঙ্গুলি দিয়া অজস্রধারায় ঝরিয়া পড়িতেছে । মগ্ৰসন্ন মুখে শাস্তি ও পরিতৃপ্তির স্নিগ্ধ ছায়া, করুণায় মমতায় হৃদয়-যমুনা কুলে কুলে পূর্ণ- নিরবচ্ছিন্ন প্রেমের সর্বব্যাপী মহিমায় আমার চিত্ৰলোকে গে যে-আসনে অধিষ্ঠিত, তাহার তুলনা করিতে পারি এমন কিছুই জানি না । বিদুষী হনদার দুনিবাৰ্য্য প্রভাব স্বল্পকালের জন্যও যে তাহাকে বিভ্রান্ত করিয়াছিল ইহারই দুঃসহ পরিতাপে পুনরায় আপন সত্তাকে সে ফিরিয়া পাইয়াছে। একটা কথ সে আজও আমাকে কানে কানে বলে, তুমি কম নও গো, কম নও। তোমার চলে যাবার পথ বেয়ে সৰ্ব্বস্ব যে আমার চোখের পলকে ছুটে পালাবে এ কে জানত বলে ? উঃ—সে কি ভয়ঙ্কর ব্যাপার, ভাবলেও ভয় হয় সে দিনগুলো আমার কেটেছিল কি করে । দম বন্ধ হয়ে মরে যাইনি এই আশ্চৰ্য। আমি উত্তর দিতে পারি না, শুধু নীরবে চাহিয়া থাকি । 為8 ○