পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে আমি নিজে জানিয়ে আসব। সে ত একটা জমিদার ! একটা নামজাদ বড়লোক । সে কি বলে একবার শুনি । সন্ধ্যা অত্যন্ত আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, কি হয়েচে দিদিমা ? ডাক না একবার তোর মাকে । তাকে বলে যাচ্চি কি হয়েচে । এই বলিয়া নাতিনীকে দেখইয়া কহিলেন, এই যে মেয়েট মঙ্গলবারের বারবেলায় ছাগল-দড়ি ডিঙিয়ে ফেললে, ওই যে ভুলে-ছুড়ী আঁচল ঘুরিয়ে বাছাকে ছয়ে দিলে— সন্ধ্যা দুলে মেয়েটাকে জিজ্ঞাসা করিল, তুই ছুয়ে ফেলেচিস্ ? সে বেচারা তখনও ছাগশিশু বুকে করিয়া একধারে দাড়াইয়াছিল, কঁাদ কঁাদ গলায় অস্বীকার করিয়া বলিল, না দিদিঠান— রাসমণির নাতিনীটিও প্রায় সঙ্গে সঙ্গেই বলিয়া উঠিল, না সন্ধ্যাদিদি, ও আমাকে ছোয়নি, ওই হোথা দিয়ে— কিন্তু কথাটা তাহার পিতামহীর হুঙ্কারে ওই পর্য্যন্তই হইয়া বহিল । ফের নেই’ কছিস্ হারামজাদী ? চল, আগে বাড়ি চল । ছুয়েচে কি ন' সেখানে গিয়ে দেখাচ্চি । সন্ধ্যা হাসিয়া কহিল, জোর করে নাওয়ালে ও আর কি করবে দিদিমা । তাহার হাসিতে রাসমণি জলিয়া গেলেন । বলিলেন, জোর করি, না করি, সে আমি বুঝব, কিন্তু তোর বাপের ব্যাভারটা কি রকম? কোন ভদ্রলোকটা ভিটেবাড়িতে ছোটজাত ঢোকায় শুনি । লোকে কথায় বলে, ভুলে । সেই দুলে এনে বামুন-পাড়ায় ঢুকিয়েচে ! বলি, ঘর-জামাই ঘর-জামাইয়ের মত থাকলেই ত ভাল হয়। পিতার সম্বন্ধে এই অপমানকর উক্তিতে ক্রোধে সন্ধ্যার মুখ আরক্ত হইয়া উঠিল, G D DDS DDDS BBB ttS BBB B BB BBB BB BBBBB BBB থানান দিদিম । ভাল বুঝেচেন নিজের জায়গায় আশ্রয় দিয়েচেন, তাতে তোমারই বা এত গায়ের জালা কেন ? আমার গায়ের জালা কেন ? কেন জালা দেখবি তবে ? যাব একবার চাটুযোদাদার কাছে ? গিয়ে বলব ? তা বেশ ত, গিয়ে বল গে না । বাবা ত তার জায়গায় দুলে বসাননি যে, তিনি বড়লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন । বটে ! যত বড় মুখ নয় তত বড় কথা! ওগো, সে আর কেউ নয়—গোলোক চাটুয্যে ! তোর বাপ বুঝি এখনো তারে চেনেনি ? আচ্ছা— হামামা শুনিয়া জগদ্ধাত্রী বাহির হইয়া আসিলেন। তাঁহাকে দেখিবামাত্রই রাসমণি অগ্নিকাণ্ডের মত প্ৰজলিত হইয়া উঠিলেন। চাংকারে সমস্ত পাড়া সচকিত করিয়া বলিলেন, শোন জগে, তোর বিস্তেধর মেয়ের আস্পদ্ধার কথাটা একবার 令建净