পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ মুখুয্যে বেঁচে থাকত ত একটা কথা ছিল ; কিন্তু তাকে ত চোখেও দেখনি । তের বছরে বিধবা হয়েচ– জ্ঞানদ বলিল, হ’লাম বা বিধব, চাটুয্যেমশাই-শ্বশুর-শাশুড়ী যতদিন বেঁচে আছেন ততদিন তাদের সেবা আমাকে করতেই হবে । গোলোক ক্ষণকাল নীরব থাকিয়া একটা গভীর নিশ্বাস ফেলিয়া কহিলেন, তবে যাও আমাদের সব ভাসিয়ে দিয়ে । কিন্তু একটা কথা ভেবে দেখ ছোটগিনী— জ্ঞানদা রাগ করিয়া বলিয়া উঠিল, আবার ছোটগিনী। বলেচি না আপনাকে, লোকে হাসি-তামাসা করে । কেন নাম ধ’রে ডাকতে কি হয় ? গোলোক মুখখন ঈষৎ প্রফুল্ল করিয়া বলিলেন, কবৃলেই বা তামাস ছোটগিনী । সম্পর্কটাই যে হাসি-তামাসার । জ্ঞানদী হঠাৎ একটু হাসিয়া ফেলিয়া তৎক্ষণাৎ গম্ভীর হইয়া বলিল, না, তা হবে না, আপনি চিরকাল নাম ধ’ত্বে ডেকেচেন—তাই ডাকবেন। গোলোক কহিলেন, আচ্ছা আচ্ছা, তাই হবে । বলিয়া দেখিতে দেখিতে তাহার শ্মশ্ৰ-গুম্ফহীন মুখখানা বিষাদে আচ্ছন্ন হইয়া উঠিল। ধীরে ধীরে একটা উচ্ছ্বসিত নিশ্বাস চাপিয়া ফেলিয়া কতকটা যেন নিজের মনে বলিতে লাগিলেন, বুকের মধ্যে দিবার)ত্রি DD BBB BB BBBYYSBB BS BBB BBB BBS BBB BBB BBBS BBB মাঝে মাঝে—ত যাক, নাই বললুম। কেউ অসন্তোষ হয়, জীবনে যা করিনি, আজই কি তা করব ? বিষয় বিষ ! সংসার বিষ ! কবে তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাব ! মধুসুদন | জ্ঞানদ ছলছল চক্ষে নীরবে চাহিয়া রহিল। গোলোক বলিতে লাগিলেন, আবার জালার ওপর জাল, এর ওপর দিনরাত ঘটকের উৎপাত। তারা সবাই জানে, লুকোতে পারিনে, বলি—কথা তোমাদের মানি, কুলীনের কুল কুলীনকেই রাখতে হয় এও জানি ; আবার শোকে-তাপে অকলে-অসময়ে চুলগুলো পেকেচে তাও সত্যি, কিন্তু তবু ত পাক৷ চুল ! এ নিয়ে আবার বিবাহ করা, আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে, না মানায় ? তুমি বল না ছোটগিনী ? জ্ঞানদা শুষ্ক একটুখানি হাসিয়া কহিল, বেশ ত, করুন না একটি বিয়ে। গোলোক কহিলেন, ক্ষ্যাপা না পাগল ! আবার বিয়ে লক্ষ্মীর মত তুমি যার ঘরে আছ—যতই বল না, অনাথ বোনপোটাকে ভাসিয়ে যেতে পারবে না । সে মরণকালে হাতে তুলে দিয়ে গেছে—তার মান তোমাকে রাখতেই হবে, আমার আবার --কে ? ভৃত্য মুখ বাড়াইয়া সংবাদ দিল, চোঙদারমশাই এসেচেন। গোলোক মুখখানা বিকৃত করিয়া কহিলেন, আঃ, আর পারিনে। কাজ, কাজ, ›ዓዩ