পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፴፫ সকালবেলায় প্রিয় মুখুয্যেমশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাক্টসে চলিতেছিলেন, বগলে চাপ একতাড়া হোমিওপ্যাথি বই, হাতে তোয়ালে-বাধা ঔষধের বাক্স, পিছনে পিছনে এককড়ি ভুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল, বাবাঠাকুর, তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে ? প্রিয়র মুখ ফিরাইয়া কথা কহিবার অবকাশ ছিল না, তিনি বা হাতটা পিছনে নাড়িয়া বলিয়া দিলেন, না, না, লা—তোদের আর আমি রাখতে পারব না, তোরা বড় বজ্জাত । কেন তুই ছাগলকে ফ্যান খাওযালি ? দুলেবে বিস্মিত হইয়া বলিল, সকলের প্যাট-পেটি ত ফান খায় বাবাঠাকুর ? প্রিয়নাথ ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, ফের মিছে কথা হারামজাদী ! কারুর ছাগল ফ্যান খায় না। ছাগল খায় ঘাস । দুলেবোঁ কহিল, ঘাস খায়, পাতা-পত্তর খায়, ফ্যানও খায় বাবাঠাকুর । প্রিয় তেমনি হাত নাড়িয়া বলিয়া দিলেন, না, না, তোদের আর আমি রাখব না, তোরা আজই দূর হ ! গোলোক চাটুয্যে বলে গেছে, বামুনপাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েচিম । আর তোদের ওপর আমার দয়া নেই--তোরা বড় বজ্জাত । দুলেবে শেষ মিনতি করিয়া কহিল, ফ্যানটুকু কি তবে ফেলে দেব বাবাঠাকুর । প্রিয় অসঙ্কোচে কহিলেন, হুঁ দিবি । তোদের গরু থাকত খাওয়াতিস, দোষ ছিল না ; কিন্তু এ যে ভয়ানক কথা । আজই উঠে যা বুঝলি ? উঃ—বডড বেলা হয়ে গেছে-সলফর দেবার সময় বয়ে যায়। বলিতে বলিতে তিনি দ্রুতবেগে প্রস্থানের উত্তম করিতেই দুলেবে পিছন হইতে করুণস্বরে কহিল, বাবাঠাকুর, কাল চোপ পর রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি— প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়া দাড়াইয়া কহিলেন, কেন, কেন ? পেট নাবাচ্চে ? গ{ বমি বমি করচে ? দুলেবোঁ মাথা নাড়িল । তবে কি ? পেট ফুলেচে ? ক্ষিদে নেই ? ক্ষিদে বড় বাবাঠাকুর । প্রিয় কহিলেন, ও তাই বল। সেও যে একটা মস্ত রোগ—ম্ভাট্টাম, আইয়োডম, আরও ঢের ওষুধ আছে। এতক্ষণ বলিস্নে কেন—দেখেশুনে যে একদাগ খাইয়ে দিতে পারতাম। চল দেখি দুলেবেী ইতস্ততঃ করিয়া কহিল, ওষুধ চাই না বাবাঠাকুর, দুটো চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দিই— שאיש 3