পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে ভাড়ার-ঘরের সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন এবং অত্যন্ত অকস্মাৎ উদ্বেগে পরিপূর্ণ হইয়া বলিয়া উঠিলেন, আঁ, এসব কি হচ্চে বল দিকি ছোটগিনী ? অসুখ শৰীরে গৃহস্থালীর ছাই-পাশ খাটুনিগুলো কি না খাটলেই নয় ? তাই আমি বলি ! আচ্ছ, দেহ আগে, না কাজ আগে ? জ্ঞানদা বঁটি পাতিয়া তরকারি কুটিতেছিল, কুটিতেই লাগিল। তাহার কাষ্ঠ পাদুকার বিকট খটখটু শব্দও যেমন তাহার কানে যায় নাই, তাহার উৎকণ্ঠিত অমুযোগও তেমনি যেন তাহার কানে গেল না । গোলোক একমুহূৰ্ত্ত স্থির থাকিয়া বলিলেন, ব্যাপার কি ? আজ সকালে, আছ কেমন ? জ্ঞানদা মুখ তুলিল না, হাতের বেগুনটার প্রতি চোখ রাখিয়াই ঘাড় নাড়িয়া জানাইল, ভালো ! গোলোক অতিশয় আশ্বস্ত হইলেন, কহিলেন, ভালো, ভালো । আমি জানি কিনা, প্রিয় হোক খ্যাপী পাগলা, কিন্তু ওষুধ দেয় যেন ধন্বন্তরী। কিন্তু যেমন বলে যাবে টাইম মত খেতে হবে । তাচ্ছিল্য করলে চলবে না তা কিন্তু বলে যাচ্চি । জ্ঞানদা এত কথার কোন জবাব দিল না, অধোমুখে কাজ করিতেই লাগিল । গোলোক কিছুক্ষণ তাহার প্রতি চাহিয়া থাকিয়া কহিলেন, প্রিয়কে বিশেষ করে বলে দিয়েচি দুটি বেলা এসে দেখে যাবে,—সকলে এসেছিল ত ? জ্ঞানদা তেমনি নত-মুখেই মাথা নাডিয়া জানাইল, হুঁ । গোলোক খুশী হইয়া বলিলেন, আসবে বই কি ! আসবে বই কি ! সে যে আমার ভারী অনুগত। কিন্তু ঝি বেটি গেল কোথায় ? সে যাবে ওষুধ দিয়ে, আর তুমি এদিকে খেটে খেটে শরীর পাত করবে, তা আমি হতে দিতে পারব না। বলি, গেল কোথা সব ? থাক এ সব পড়ে । যাও ওপরে গিয়ে একটু বিশ্রাম করগে—মধুসূদন ! তুমিই ভরসা ! এই বলিয়া গোলোক পরের এবং নিজের লৌকিক ও পারলৌকিক উভয় কৰ্ত্তব্যই আপাতত শেষ করিয়া বাহিরে যাইবার উদ্যোগ করিলেন । র্তাহার খড়মের একটুখানি শব্দে চকিত হইয় এতক্ষণে জ্ঞানদা মুখ তুলিয়া চাহিল। তাহার মুখে সেদিনের সেই প্রসন্ন হাসিটুকু আজ নাই, আজ তাহা চিন্তা ও বিষাদের ঘন মেঘে সমাচ্ছন্ন । চোখ দুটি আরক্ত, পল্লবপ্রাস্তে অশ্রুর আভাস যেন তখনও বিদ্যমান—সেই সজল দৃষ্টি গোলোকের প্রতি স্থির করিয়া অকস্মাং গাঢ়কণ্ঠে প্রশ্ন করিল, তুমি কি প্রিয়বাবুর মেয়ে সন্ধ্যাকে বিয়ে করতে চেয়েচ ? আমাকে ঠকিয়ো না, সত্যি বল । গোলোক থতমত খাইয়া হঠাৎ জবাব দিতে পারিলেন না, কিন্তু পরক্ষণেই বলিয়া উঠিলেন, আীম ? সন্ধ্যাকে ? না: কে বললে ? ጏቕቕ