পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ الله জানিনে। আমরা কত কথাই না তোলাপাড়া করছিলাম। বড় ভালো লোক-সাধু ব্যক্তি। শুনেই বললে, বিলক্ষণ ! আপনাদের বে আপনারা নিয়ে যাবেন তাতে বাধা দেবে কে ? পালকি বেহার বলে দিলেন । তোমার শাশুড়ীর অমুখ শুনে দুঃখ করে বায় বার বলতে লাগলেন, আমার বড় বিপদের দিনে জ্ঞানদাকে আপনার পাঠিয়েছিলেন, এখন আপনাদের বিপদের সময় এমন পাষণ্ড সংসারে কে আছে যে তাকে ফিরে পাঠাতে আপত্তি করবে ! এখখুনি নিয়ে যান, আমি সমস্ত বন্দোবস্ত করে দিচ্চি । জ্ঞানদা এতক্ষণ একেবারে নিঃশব্দে দাড়াইয়াছিল, অকস্মাৎ বিবর্ণমুখে বলিয়া উঠিল, চাটুযোমশাই বললেন এই কথা ? এখখুনি পাঠাবেন? আজই ? সৌদামিনী খুশী হইয়া কহিল, ই—বললেন বইকি ! বরঞ্চ এমনও বলে দিলেন যে, খেয়ে-দেয়ে বেরিয়ে পড়লে তিনটের গাড়ি ধরে অনায়াসে কাল সকাল নাগাদ বাড়ি পৌছান যাবে। তা ছাড়া ঘরে মর-মর রুগী, কোথাও কি একটা দিনও দেরি করবার জে৷ আছে বৌদিদি । আহা ! বুড়ী যেন কেবল হা-পিত্যে করে তোমার পথ চেয়ে আছে | জ্ঞানদা কেবল যেন কলের পুতুলের মত তাহার পূর্ব কথাটাই আবৃত্তি করিতে পারিল । কহিল, উনি বললেন পাঠাবেন আজই। 贊 বৃদ্ধ মাথা নাড়িয়া কহিলেন, হা মা, আজই বইকি ! থাকবার ত জো নেই। কিন্তু সৌদামিনী বিরক্ত হইয়া উঠিতেছিল, তাহার কণ্ঠস্বরে তাহ অপ্রকাশও রহিল না । কহিল, শোন কথা একবার । শাশুড়ী মরে—যার ঘরের বে। তিনি নিজে এসেচেন নিতে—কে পাঠাবে না শুনি ? তা ছাড়া আর থাকাই বা এখানে কি জন্তে ? ভালো, তোমার ভগ্নিপতিকে জিজ্ঞেস করেই না হয় পাঠাও না ধৌদিদি ? কিন্তু পাঠাতে হইল না। বোধ করি কাছেই কোথাও তিনি অপেক্ষ করিতেছিলেন, খট্‌খট্‌ করিয়া আসিয়া উপস্থিত হইলেন । ভাবটা তাহার অত্যন্ত ব্যস্ত । বৃদ্ধকে উদ্দেশ করিয়া কহিলেন, ন, মুখুয্যেমশাই, বসে গল্প করলে চলবে না, বেলা বেড়ে যাচ্ছে, স্নানাহিক সেয়ে আহারাদির পরে একটু বিশ্রাম করে বেরুতেই সময় হয়ে যাবে । ওদিকে আবার বায়বেলা পড়বে। বিলক্ষণ | পাঠাতে আপত্তি ! আমাদের না হয় একটু কষ্টই হবে, তা বলে সে কি কথা। শাশুড়ীঠাকরুণের অত বড় ব্যারাম, আমার যে সহস্ৰ বন্ধটি—এতটুকু ফুয়সত নেই, নইলে যে নিজে গিয়ে জ্ঞানদাকে রেখে আসতাম ! চিঠি কি একটাও পেলাম! তা হলে আপনাকে নাকি আবার কষ্ট করে আসতে হয় ! পিয়ন বেটারা সব হয়েচে-কালী কোথায় গেলি ? ভূলোকে না হয় এইখানেই বল না এক কলকে তামাক দিয়ে যেতে। নিন ३ ७ १