পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুখুয্যেমশাই, আর দেরি নয়, উঠুন। জ্ঞানদা, একটুখানি চট্‌পট্‌ মাও দিদি-ওদিকে আবার তিনটের গাড়ি ধরাই চাই । আঃ–চোঙদারটা আবার বাইরে বসে গিল্পী স্বৰ্গীয় হওয়া থেকে কি যেন মন হয়েচে মুখুয্যেমশাই, কিছু মনেই থাকে না । মধুসুদন | তুমিই ভরসা ! তুমিই ভরসা ! বলিতে বলিতে গোলোক চাটুয্যেমশাই যে-পথে আসিয়াছিলেন সেই পথে সমস্ত বাড়িটা খড়মের কঠোর শব্দ মুখরিত করিয়া বাহির হইয়া গেলেন । জ্ঞানদা একটা কথারও জবাব দিল না—কেবল সেইদিকে চাহিয়া পাথরের ন্যায় শক্ত হইয়া দাড়াইয়া রহিল । ভুলো আসিয়া কহিল, মালীম, খোকাবাবু নাইবার জন্যে র্কাদছে। নদীতে কি নিয়ে যাব ? জ্ঞানদা তেমনি নিশ্চল নিস্তব্ধ হইয়া রহিল, ভূত্যের আবেদন বোধ হয় তাহার কানেই গেল না । বৃদ্ধ শ্বশুর ধীরে ধীরে উঠিয়া দাড়াইয়া বলিলেন, মা, আমি তা হলে বাইরে যাই, তুমি প্রস্তুত হয়ে নাও । সন্ধু কহিল, আমার ষষ্টী, বৌদিদি, এবেলা ভাত খাব না বলে দিয়ে । জ্ঞানদা সহসা ফিরিয়া দাড়াইয়া কহিল, বাবা, আমি যাব না । বৃদ্ধ চমকাইয়া উঠিলেন, কহিলেন, যাবে না ? কেন মা, আজ ত বেশ দিন । সৌদামিনি ষষ্ঠীর ফলার ভুলিয়া সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, আমরা যে ভট্চায্যিমশায়কে দিয়ে দিন-ক্ষণ দেখিয়ে তবে বাড়ি থেকে বার হয়েচি বৌদি ! জ্ঞানদা শুধু বলিল, না বাবা, আমি যেতে পারব না। গোলোকের বছর দশেকের ছেলেটা ছুটিয়া আসিয়া তাহার গায়ে পড়িয়া বলিল, মাঙ্গীমা, তুমি বলে দাও ন মালীম, আমি যাবই নদীতে নাইতে—ছ—যাবই কিন্তু— জ্ঞানদা কাহাকেও কিছু কহিল না, কেবল সেই দুদৰ্শস্ত ছেলেটাকে সবলে বক্ষে চাপিয়া ধরিয়া হু হু রবে কাদিয়া উঠিল । S তাহার পর জ্ঞানদা সেই যে ঘরে কবাট দিল আর খুলিল না। বৃদ্ধ শ্বশুর সমস্ত দুপুরবেলাটা বিমূঢ় বুদ্ধিক্ৰষ্টের স্তায় নীরবে বসিয়া থাকিয়া ধীরে ধীরে বাটার বাহির হইয়া গেলেন , সঙ্গে সৌদামিনীও গেল । অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের হেতু সেও বুঝিতে পারে নাই, কিন্তু সে মেয়েমানুষ অমন করিয়া নিঃশব্দে ফিরিয়া যাওয়া ہٹ\ e *