পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জ্ঞানদা কহিল, কিন্তু ও যে বিষ । স্বাসমণি বলিলেন, বিষ তা তোর কি ! তুই ত আর মরচিস নে। বলিয়াই তীয় কণ্ঠস্বর চক্ষের নিমিষে কোমল ও করুণ করিয়া কহিলেন, পাগলী আর বলে কাকে ! আমরা কি তোকে খারাপ জিনিস খেতে বলতে পারি বোন ! এ কি কখনো হয় ? রাসি বামনীকে এমন কথা কি কেউ বলতে পারে ? তা নয় দিদি— কপালের দোষে যে শক্রটা তোর পেটে জন্মেচে, সেই আপদ-বালাইটা ঘুচে যাক-- কতক্ষণেরই বা মামলা—তারপরে যা ছিলি তাই হ–খা দা, ঘুরে বেড়া, তীর্থ-ধৰ্ম্ম বার-ব্রত করু—এ কথা কেই বা জানবে, আর কে-ই বা শুনবে। জ্ঞানদা অধোমুখে স্থির হইয়া বসিয়া রহিল। রাসমণি জিজ্ঞাসা করিলেন, তা হলে আনতে বলে দি বোন ? জ্ঞানদা মুখ তুলিল না, কিন্তু কাদিয়া ফেলিয়া কহিল, না, আমি ওসব কিছুতেই থাবো না—আমি কখখনো তাহলে আর বঁচিব না। রাসমণি ভয়ানক রাগ করিয়া বলিলেন, এ ত তোর ভরি ছিষ্টেছাড়া অন্যায় জ্ঞানদা ? খেতে না চাস, যা এখান থেকে । পুরুষমানুষ, একটা অ-কাজ না হয় করেই ফেলেচে, তা বলে মেয়েমাহুষের এমন জেদ ধরলে ত চলে না । চাটুয্যেদাদা ত বলচেন, বেশ, যা হবার হয়েচে, ওকে আমি পঞ্চাশটা টাকা দিচ্চি, ও কাশী-বৃন্দাবনে চলে যাক । তারপরে ত তাকে আর দোষ দিতে পারিনে জ্ঞানদা ? টাকাটাও ত কম নয় ? একসঙ্গে একমুঠো ! জ্ঞানদা কহিল, আমি টাকা চাইনে দিদি, টাকা নিয়ে আমি কি করব ? আমি যে কাউকে কোথাও চিনিনে—আমি কেমন করে কার কাছে গিয়ে এ-মুখ নিয়ে দাড়াব ? রাসমণি বলিলেন, এ তোমার জব্দ করার মতলব নয় জ্ঞানদা ? লোকে কথায় বলেচে কাশী-বৃন্দাবন। এত লোকের স্থান হয়, আর তোমারই হবে না ? জ্ঞানদা খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল, রাস্বদিদি, আমি সব জানি। কাল ওঁর প্রাণকৃষ্ণ মুখুয্যের মেয়ের সঙ্গে বিয়ে হবে, তাও জানি। আজ, তাই আমাকে বিষ দিয়ে হোক, কাশীতে পাঠিয়ে হোক, বাড়ি থেকে দূর করা চাই। কিন্তু ভগবান ! বলিতে বলিতে সে সহসা ফুপাইয়া কাদিয়া উঠিয়া দুই হাত জোড় করিয়া কহিতে লাগিল, ভগবান ! তোমার পায়ে এত লোকের যখন স্থান হয়, তখন আমারও হবে। কিন্তু ছেলেবেলা থেকে কখনো কোন পাপ করিনি, হয়ত কখনো করতেও হতে না—কিন্তু তুমি ত সব জানো ? এর সমস্ত শাস্তির বোঝা কি কেবল নিরুপায় বলে আমার মাথাতেই তুলে দেবে ? - ভগবানের নামে রাসমণির বোধ করি বিরক্তির অবধি রহিল না, তিনি ধমক দিয়া বললেন, আমর। শাপমন্তি দিস কেন ? কচি খুকি ! চোর মরে সাত বাড়ি 象為"