পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না । মুহূৰ্ত্ত-কয়েক পরেই দ্বারপ্রাস্তে নূতন রেশমের শাড়ির প্রবল খস্থস শন্ধের সঙ্গেই কে একজন ঝড়ের মত ঘরে ঢুকিয় তাহার পায়ের কাছে উপুড় হইয়া পড়িল । - অরুণ শশব্যস্তে উঠিয়া দাড়াইয়া দেখিল জ্যোৎস্নার আলোকে ইহার পরিধানের রাঙা চেলি চক্চক্ করিতেছে । এ যে কে, তাহা চক্ষের নিমিষে উপলব্ধি করিয়া ভয়ে, বিস্ময়ে তাহার সমস্ত বুকের ভিতরটা সেই মুহূর্তেই একেবারে শুকাইয়া উঠিল । সে যে কি বলিবে, কি করিবে, কিছুই ভাবিয়া পাইল না। কিন্তু তাহারও সময় রহিল না । একটা ভয়ানক মৰ্ম্মান্তিক চাপ কান্নায় অকস্মাৎ ঘরের বাতাস, ঘরের আঁধার, ঘরের স্নান আলোক, ঘরের যাহা কিছু সমস্ত একসঙ্গে একমুহূর্তে যেন সিরিয়৷ খনি খান হইয় গেল । mmmSSBSS BB BBBBB BT BBB BBS BB BBBBB BBBS BBBB জিজ্ঞাসা করিল, ব্যাপার কি সন্ধ্যা ? সন্ধ্যা মুখ তুলিয়া চাহিল। তাহার পরিধানের রাঙা চেলির সঙ্গে সৰ্ব্বাঙ্গের অলঙ্কার জ্যোৎস্নায় জলিতে লাগিল, সুন্দর ললাটে চন্দ্ররশ্মি পড়িয়া চন্দনের পত্ৰলেখা দীপ্ত হইয়। উঠিল এবং তাঁহারই ঈষৎ নিম্নে অশ্রুভরা আয়ত চোখ দুটি জল জল করিতে লাগিল । নারীর এমন রূপ অরুণ আর কখনো দেখে নাই, সে যেন একেবারে মুগ্ধ হইয়া গেল । সন্ধ্যা কহিল, অরুণদা, আমি পিড়ি থেকে পালিয়ে এসেচি তোমাকে নিয়ে যেতে । আর আমার লজ্জা নেই, ভয় নেই, মান-অপমানের জ্ঞান নেই—তুমি ছাড়া আজ আর আমার পৃথিবীতে কেউ নেই-তুমি চল। কোথায় যাব ? যেখান থেকে এইমাত্র একজন উঠে গেল—সেই আসনের উপরে । অরুণ মনে মনে অত্যন্ত আহত হইল। কাগুটা কি খটিয়াছে সে বুঝিল ! কিছু একটা কলহের পর বর-পক্ষীয়েরা জোর করিয়া পাত্ৰ তুলিয়া লইয়া গেছে ; হিন্দু সমাজে এরূপ দুর্ঘটনা বিরল নহে তাই সেই অপরের পরিত্যক্ত আসনে অকস্মাৎ তাহার ডাক পড়িয়াছে। যেমন করিয়াই হৌক, আজ সন্ধ্যার বিবাহ হওয়া চাই-ই । কিন্তু নিজে আঘাত খাইলেও অরুণ প্রতিঘাত করিতে পারিল না, বরঞ্চ সশ্নেহ ভৎসনার কণ্ঠে কহিল, ছিঃ—তোমার নিজে আসা উচিত হয়নি সন্ধ্যা । এমন ত প্রায়ই ঘটে—তোমার বাবা কিংবা আর কেউ ত আসতে পারতেন ? বাবা ? বাবা ভয়ে কোথায় লুকিয়েচেন ! মা পুকুরে ঝাপ দিয়ে পড়েছিলেন, তাকে ধরাধরি করে তুলেচে ! আমি সেইসময়ে তোমার কাছে ছুটে এসে পড়েচি। উঃ–এত বড় সৰ্ব্বনাশ কি পৃথিবীতে আর কারও হয়েচে ? আমরা বাচৰ কি করে ? তাহার শেষ কথাটায় অক্ষণ পুনরায় ঘা খাইল । কহিল, কিন্তু আমাকে দিয়ে శి