পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিঙ্কভি S ভবানীপুরের চাটুয্যেরা একান্নবৰ্ত্তী পরিবার। দুই সহোদর গিরীশ ও হরিশ এবং খুড়তুতো ছোট ভাই রমেশ । পূৰ্ব্বে ইহাদের পৈতৃক বাট ও বিষয়-সম্পত্তি রূপনারায়ণ নদের তীরে হাওড়া জেলার ছোট-বিষ্ণুপুর গ্রামে ছিল। তখন গিরীশের পিত ভবানী চাটুয্যের অবস্থাও ভাল ছিল । কিন্তু, হঠাৎ একসময়ে রূপনারায়ণ এমণি প্রচণ্ড ক্ষুধায় ভবানীর জমি-জায়গা, পুকুর-বাগান গিলিতে শুরু করিলেন যে, বছর পাঁচছয়ের মধ্যে প্রায় কিছুই অবশিষ্ট রাখিলেন না। অবশেষে, সাতপুরুষের বাস্তুভিটাটি পৰ্য্যন্ত গলাধঃকরণ করিয়া এই ব্রাহ্মণকে সম্পূর্ণ নিঃস্ব করিয়া নিজের ত্রিসীমানা হইতে দূর করিয়া দিলেন । ভবানী সপরিবারে পলাইয়া আসিয়া ভবানীপুরে আশ্রয় গ্রহণ করিলেন । সে-সব অনেকদিনের কথা । তাহার পর গিরীশ ও হরিশ উভয়েই উকীল হইয়াছেন, বিস্তর বিষয়-আশায় অর্জন করিয়াছেন, বাট প্রস্তুত করিয়াছেন— এক কথায়, যাহা গিয়াছিল তাহার চতুগুণ ফিরিয়া আনিয়াছেন। এখন বড় ভাই গিরীশের বাৎসরিক আয় প্রায় চব্বিশ-পচিশ হাজার টাকা, হরিশও পাঁচ-ছয় হাজার টাকা উপায় করেন, শুধু করিতে পারে নাই রমেশ । তবে একেবারে যে কিছুই পারে নাই তাহা নহে। বীর দুই-তিন সে আইন ফেল করিতে পারিয়াছিল এবং সম্প্রতি কি একটা ব্যবসায়ে বড়দার হাজার তিন-চার টাকা লোকসান করিয়া এইবার ঘরে বসিয়া খবরের কাগজের সাহায্যে দেশ-উদ্ধারে রত হইয়াছিল। কিন্তু, এতদিনের এক সংসার এইবার ভাঙ্গিয়া পড়িবার উপক্রম করিতে লাগিল । তাহার কারণ, মেজবোঁ ও ছোটবোঁয়ে কিছুতেই আর বনিবনাও হয় না। হরিশ এতকাল কলিকাতায় থাকিতেন না, সপরিবারে মফঃস্বলে থাকিয়া প্র্যাক্টস্ করিতেন । তখন মাঝে মাঝে দু-দশ দিনের বাড়ি আসা-যাওয়ার অল্প সময়টুকু এই দুটি নারীর বিশেষ সম্ভাবে না কাটিলেও কলহ-বিবাদের এরূপ প্রচুর অবসর ছিল না। প্রায় মাসখানেক হইল হরিশ সদরে ফিরিয়া আসিয়া ওকালতি করিতেছেন এবং বাড়ি হইতে স্বখশাস্তিও পলাইবার উপক্রম করিয়াছে। তবে এবার আসিয়া পৰ্য্যন্ত দুই জায়ের মনকষাকষি ব্যাপার এখনও উচু পর্দায় উঠে নাই, তাহার কারণ ছোটবোঁ এতদিন এখানে ছিল না। রমেশের স্ত্রী শৈলজা তাহার একমাত্র পুত্র পটল ও সপত্নী-পুত্র কানাইলালকে বড়দার হাতে রাখিয়া মরণাপন্ন বাপকে দেখিতে কৃষ্ণনগরে গিয়াছিল। বাপ আরোগ্য হইয়াছেন, লেও নি-পাঁচ-ছয় ফিরিয়া জাসিয়াছে । ఇ\చి