পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र६-नांहिङ)-जरdयंझ् মারিয়া মারিয়া ঠেলিয়া উপর হইতে প্রাঙ্গণের উপর ফেলিয়া দিল। কানাই, বিপিন, পটল প্রভৃতি ছোট ছোট ছেলেমেয়েরা রৈ য়ৈ শব্দে চীৎকার করিয়া উঠিল । মণীক্সের মা সিদ্ধেশ্বরী জাহিক ফেলিয়া ছুটিয়া আসিলেন, মেজবধু নির্জন ঘরে বলিয়া গোটা-দুই সন্দেশ গালে দিয়া জল খাইবার উদ্যোগ করিতেছিল—গোলমাল শুনিয়া বাহিরে মাসিয়া একেবারে নীলবর্ণ হইয়া গেল। মুখের সন্দেশ ফেলিয়া দিয়া মড়াকান্না তুলিয়া বাপাইয়া আসিয়া ছেলের উপর উপুড় হইয়া পড়িল । সমস্তটা মিলিয়া এমনি একটা গণ্ডগোল উঠিল যে, বাহির হইতে কর্তারা কাজকৰ্ম্ম ফেলিয়া চুটিয়া আসিয়া উপস্থিত হইলেন ! শৈলজা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল, মণি, তুই বাইরে যা। বলিয়া পুনরায় নিজের কাজে মন দিল । মণি নিঃশবে চলিয়া গেল। তাহার পিতা মেজবৌমার উন্মাদ তক্ষী দেখিয়া লঙ্গ পাইয়া প্রস্থান করিলেন । এই মহামারী ব্যাপার কতকটা শাস্ত হইয়া গেলে হরিশ ছেলেকে প্রশ্ন করিলেন । অতুল কাদিতে কাদিতে ছোটখুড়ীর প্রতি সমস্ত দোষারোপ করিয়া কহিল, ও বড়দাকে মায়তে শিখিয়ে দিলে—ইত্যাদি ইত্যাদি । হরিশ চীৎকার করিয়া বলিলেন, ছোটবেীমা, মণিকে যে তুমি খুন করতে শিখিয়ে দিলে, কেন শুনি ? নীল রান্নাঘরের ভিতর হইতে ছোটখুড়ীর হইয়া জবাব দিল, সেজদা কথা শোনেননি, আর বড়দাকে গালাগালি দিয়েচেন, তাই। নয়নতারা ছেলের তরফ হইতে বলিল, তবে আমিও বলি ছোটবোঁ- তোমার ছকুমে ওকে মেরে ফেলছিল বলেই প্রাণের দায়ে ও গাল দিয়েচে, নইলে গাল দেবার ছেলে ত আমার অতুল নয়। নয়ই ত! বলিয়া সায় দিয়া হরিশ আরও ক্রুদ্ধশ্বরে জানিতে চাহিলেন—তোর ছোটখুড়ীমাকে জিজ্ঞেস কর নীল, উনি কে যে অতুলকে মারতে হুকুম দেন ? কথা যখন ও না শুনছিল, তখন কেন আমাদের কাছে নালিশ না করা হলো ? আমরা উপস্থিত থাকতে উনি শাসন করতে গেলেন কেন ? নীল এই তিনটি প্রশ্নের একটারও উত্তর দিল না। লিঙ্কেশ্বরী এতক্ষণ বাবান্দার একধারে অবসরের মত চুপ করিয়া বসিয়াছিলেন । প্তাহার পীড়িত দেহে এই উত্তেজনা অত্যধিক হইয়া পড়িয়াছিল। একে ত এ সংসারে তিনি ছেলেপূলে মাছধ করা ছাড়া সহজে কোন বিষয়েই কথা কহিতে চাহিতেন না, কারণ র্তাহার মনে মনে বিশ্বাস ছিল, ভগবান এ-বাটীর সম্বন্ধে স্ববিচার করেন নাই। তাহাকে বড়বধু এবং গৃহিণী করিয়াও উপযুক্ত বুদ্ধি দেন নাই, অথচ শৈশকে সকলের ছোট এবং ছোটবোঁ করিয়াও রাশি-প্রমাণ বুদ্ধি দিয়াছেন। হিসাব ३१8