পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সিদ্ধেশ্বরী ক্ষণকাল মৌন থাকিয়া বলিলেন, দেখ মেজবোঁ, এই ভাণ্ডরের মানমধ্যাদা তোমরা বুঝলে না, কিন্তু বাইরের লোককে জিজ্ঞাসা করলে শুনতে পাবে, অনেক জন্ম-জন্মাস্তরের তপস্যার ফলেই এমন ভাণ্ডর পাওয়া যায়, নইলে পাওয়া शांध्र न ! নয়নতারা সহসা উদ্দীপ্ত হইয়া উঠিল ; বলিল, আমরা সে-কথা কি জানিনে দিদি ? দুজনে দিবারাত্রি বলাবলি করি, শুধু তাণ্ডর নয়, অনেক পুণ্যে এমন বড়জা মেলে। তোমার বাড়িতে আমরা ঘরদোর বঁটি দিয়ে চাকরের মত থাকতে পারি, কিন্তু এখানে আর একদণ্ডও বাস করতে পারব না । আজ নয়নতারার কণ্ঠস্বরে এমন একটু আন্তরিকতার আভাস সিদ্ধেশ্বরীর কানে বাজিল যে, তিনি আর্দ্র হইয়া পড়িলেন। কহিলেন, এ আমার বাড়ি তনয় মেজবোঁ, বাড়ি তোমাদেরই। কোনমতেই তোমাদের আমি আর কোথাও যেতে দিতে পারব না । নয়নতারা ঘাড় নাড়িয়া করুণকণ্ঠে কহিল, যদি কখন ভগবান তেমন দিন দেন দিদি, তা হলে তোমার কাছে এসেই আমরা থাকব ; কিন্তু এখানে একটা দিনও আর থাকতে বলে না দিদি । আমার অতুল হয়েচে সকলের চক্ষুশূল ; অনুমতি দাও, তাকে নিয়ে আমরা সরে যাই । সিদ্ধেশ্বরী অত্যন্ত ক্ষুব্ধ হইয়া বলিলেন, সে কি কথা মেজবোঁ ? দৈবাৎ একদিন একটা কাণ্ড হয়ে গেছে বলে কি সেই কথা মনে রাখতে আছে ? অতুল আমাদের ছেলে— কথাটা শেষ হওয়া পৰ্য্যন্তও নয়নতার ধৈর্য্য ধরিতে পারিল না ; বলিয়া উঠিল— কোন কথা মনে রাখতে পারিনে বলে কত বকুনি খেয়ে মরি দিদি । ঐ যখন হ’লো, তখনই হাউমাউ করে কেঁদে-কেটে মরি, কিন্তু একদণ্ড পরে আমি যে গঙ্গাজল সেই গঙ্গাজল—একটি কথাও আমার স্মরণ থাকে না। আমি ত সমস্তই ভুলে গিয়েছিলুম ; কিন্তু রাগ করতে পাবে না দিদি--তুমি যতই বল, আমাদের ছোটবে সহজ মেয়ে নয় ! বাড়িমৃদ্ধ সবাইকে শিখিয়ে দিয়েচে, সেই থেকে কেউ আমার অতুলের সঙ্গে কথাটি কয় না। বাছ মুখ চুন করে বেড়ায় দেখেই ত জিজ্ঞেস করে শুনতে পেলুম। না দিদি, এখানে আমাদের থাকা চলবে না | এক বাড়িতে থেকে ছেলে আমার আমন মন গুমরে গুমরে বেড়ালে ব্যামোতে পড়বে। তার চেয়ে অন্ত কোন স্থানে চলে যাওয়াই মঙ্গল । তারও হাড় জুড়োয়, আমিও দুটো নিশ্বেস ফেলে র্বাচি । বলিয়া ছেলের দুঃখে নয়নতারার চোখ দিয়া দু'ফোট জল গড়াইয়া পড়িল, তাহা সিদ্ধেশ্বরীকেও গলাইয়া দিল । কোন ছেলের কোন দুঃখ সহিবার ক্ষমতাই তাহার ছিল না। আঁচল দিয়া মেজবেীর চোখের জল মুছাইয়া দিয়া সিদ্ধেশ্বরী চুপ করিয়া রছিলেন। নিশন্ধে এত বড়ো কঠিন শাস্তি দিবার এত সহজ কৌশল যে সংসারে থাকিতে পারে 象魏姆