পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अभ९-नाहिठा-नरॐह নীলা কি কাজে এইদিকে আসিতেছিল, ফিরিয়া গেল। নয়নতারা আর কথা কহিল না, সিদ্ধেশ্বরীও উংস্থকভাবে অপেক্ষা করিয়া রহিলেন । শৈলজা ঘরে ঢুকিতে না চুকিতেই তিনি বলিয়া উঠিলেন, জিনিসপত্র বাধা হয়েচে— এরা তবে চলে যাক ? শৈল কিছুই জানিত না, একটু ভীত হইয়া কহিল, কেন ? সিদ্ধেশ্বরী বলিলেন, তা বইকি-কি পাষাণ প্রাণ তোর শৈল ! তোর হুকুমে কেউ অতুলের সঙ্গে খেলা করে না, কথাবার্তা পৰ্য্যস্ত কয় না-কি করে বাছার দিন কাটে, শুনি ? আর নিজের ছেলের দিবারাত্রি শুকনো মুখ দেখে বাপ-মাই বা কেমন করে এখানে বাস করে ? তুই এদের তা হলে এ-বাড়িতে রাখতে চাসনে বল ? নয়নতারা চিমটি কাটিয়া কহিল, তা হলে হয়ত সবদিকেই ছোটবেীর ভাল হয় । শৈলজ। এ-কথা কানে তুলিল না। সিদ্ধেশ্বরীকে কহিল, অমন ছেলের সঙ্গে আমি বাড়ির কোনও ছেলেকেই মিশতে দিতে পারিনে দিদি । ও যে কি মন্দ হয়ে গেছে, তা মুখে বলা যায় না । সয়নতারা আর সব করিতে পারিল না। ক্রুদ্ধ সপিণীর মত মাথা তুলিয়া গজ্জিয়৷ উঠিল, হতভাগী, মায়ের মুখের সামনে তুই আমন করে ছেলের নিন্দে করিস্! দূর হ আমার ঘর থেকে । মুখ যেন তোর খসে যায় । আমি ইচ্ছে করে কখন তোমার ঘর মাড়াইনি মেজদি । কিন্তু তুমি এমনি করেই ছেলের মাথাটি খেয়ে বসে আছ । বলিয়া শৈল শাস্তভাবে ঘর ছাড়িয়া চলিয়া গেল । সিদ্ধেশ্বরী বহুক্ষণ পৰ্য্যস্ত বিহালের মত বসিয়া রহিলেন । কি করিবেন, কি বলিবেন, কিছুতেই যেন ভাবিয়া পাইলেন না। নয়নতারা সহসা কাদিয়া ফেলিয়া বলিল, আমাদের মায়া-মমতা ত্যাগ কর দিদি, আমরা সরে যাই । এর মায়ের পেটের ভাই বলেই তুমি এমন করে আমাদের টেনে বেড়াচ্চ ; কিন্তু ছোটবেীর এতটুকু ইচ্ছে নয়—আমরা এ-বাড়িতে থাকি । সিদ্ধেশ্বরী এ-কথার জবাব না দিয়া বলিলেন, ও যা বলচে, অতুল কেন তাই করুক না । সেও ত ভাল কাজ করেনি মেজবোঁ । আমি কি বলচি-- সে ভাল কাজ করেচে দিদি ? জ্ঞান-বুদ্ধি থাকলে কেউ কি বড় ভাইকে গালাগালি দেয় । আচ্ছ, আমি তার হয়ে তোমাদের সকলের পায়ে নাকখত দিচ্ছি ; বলিয়া নয়নতারা মাটিতে সজোরে নাক ঘষিয়া মুখ তুলিয়া বলিল, তাকে তোমরা মাপ করে দিদি, তার মুখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে । বলিয়া নয়নতার আর একবার বোধ করি মাটিতে নাক ঘষিতে যাইতেছিল—সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া ধরিয়া ফেলিয়া নিজেও চোখ মুছিলেন । ネ息切*