পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मिशूडि স্বতরাং ধমকে দেবখন বলিয়া কৰ্ত্ত যখন কৰ্ত্তার কর্তব্য শেষ করিয়া বাহিবে চলিয়। গেলেন, তখন সিদ্ধেশ্বরী কথাও কহিলেন না ; কাহাকে ধমকাইবেন—কেন থমকাইবেন —জিজ্ঞাসাও করিলেন না । নয়নতারা পাশের ঘরে আড়ি পাতিয়া সমস্ত শুনিতেছিল, ভাশুর এবং বড়জায়ের মন্তব্য শুনিয়া পুলকিতচিত্তে প্রস্থান করিল। কিন্তু মিনিটকয়েক পরেই ফিরিয়া আসিয়া কহিল, অমন করে বসে কেন দিদি, বেলা হ’লো, যা হোক চাট মুখে দেবে চল । সিদ্ধেশ্বরী উদাসভাবে বলিলেন, বেলা আর কোথায়—এই ত সবে এগারোটা । এগারোটা কি সোজা বেলা দিদি ? তোমার এই অসুখ শরীরে যে বেল ন’টার মধ্যেই খাওয়া দরকার । সিদ্ধেশ্বরীর এখন খাওয়া-দাওয়ার কথাবার্তা কিছুই ভাল লাগিতেছিল না। বলিলেন, তা হোক মেজবোঁ, আমি কোনদিনষ্ট এত শীগগির খাইনে—আমার একটু দেরি আছে। নয়নতারা ছাড়িল না, কাছে আসিয়া হাত ধরিল। কণ্ঠস্বরে উৎকণ্ঠ ঢালিয়া দিয়া কহিল, এইজন্যেই ত পিত্তি পড়ে দেহের এই আকার । আমার হাতে ক্টেসেল থাকলে আমি নটা পেরুতে দিই ! তুমি না বঁচিলে কার আর কি দিদি, আমাদেরষ্ট সৰ্ব্বনাশ। নাও চল, যা হোক দুটো তোমাকে খাইয়ে দিয়ে একটু স্বস্থির হই। নয়নতারা এক মাসের অধিককাল এখানে আসিয়াছে এবং বড়জায়ের জন্য প্রত্যহ এই দারুণ অস্থিরতা তোগ করা সত্বেও কেন যে এতদিন নিজেকে স্বস্থির করিবার চেষ্টা করে নাই, সিদ্ধেশ্বরী মনে মনে তাহার কারণ বুঝিলেন। কিন্তু কৈতববাদের এমনি মহিমা, সমস্ত বুঝিয়াও আর্দ্রচিত্তে কহিলেন, তুমি আপনার জন বলেই এ-কথাটি আজ বললে মেজবোঁ ; নইলে কে আর আমার আছে বল । নয়নতার হাত ধরিয়া সিদ্ধেশ্বরীকে রান্নাঘরে লইয়া গেল এবং নিজের হাতে ঠাই করিয়া পিড়ি পাতিয়া বসাইয়া, বামুনঠাকরুণের দ্বারা ভাত-বাড়াইয়া আপনি সম্মুখে ধরিয়া দিল । , নিরামিষ দিকের রান্না শৈলজা রাধিত । মেজবোঁ নীলাকে ডাকিয়া কহিল, তোর ছোটখুড়ীকে বল গে ও-হেঁসেলে কি আছে এনে দিতে । মিনিটখানেক পরে শৈল আসিয়া তরকারি প্রভৃতি সিদ্ধেশ্বরীর পাতের কাছে রাখিয়া দিয়া নীরবে বাহির হইয়া যাইতেছিল—তিনি মেজজকে লক্ষ্য করিয়া রোগীর কণ্ঠে চি” চি’ করিয়া প্রশ্ন করিলেন, তোমরা এইসঙ্গে কেন বসলে না মেজবোঁ । মেজবোঁ কহিল, আমরা ত আর তোমার মত ময়তে বসিনি দিদি। তুমি খেয়ে ওঠে, আমি তোমার পাতেই বসব। শৈলজার প্রতি কটাক্ষে চাহিয়া লইয়া অপেক্ষকৃত উচ্চস্বরে কহিল, না দিদি, আমি বেঁচে থাকতে কিন্তু আমাদের ফাকি দিয়ে ኧ¢ »