পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নীলা আশ্চর্ষ্য হইয়া বন্সিল, খাবেন না কেন ? রেজ যেমন খান তেমনি খেয়েচেন । হ, বলিয়া সিদ্ধেশ্বরী চুপ করিয়া রছিলেন। পূৰ্ব্বেই বলিয়াছি, শৈল চিরকালই অত্যন্ত অভিমানী! সামান্ত কারণেই সে খাওয়া বন্ধ করিত এবং তাই লইয়া সিদ্ধেশ্বরীর যন্ত্রণার অবধি ছিল না। হাতে ধরিয়া, খোশামোদ করিয়া, গায়ে মাথায় হাত বুলাইয়া, নানা প্রকারে তাহাকে প্রসন্ন করিতে হইত। অথচ সেই শৈল এবার খাওয়া-পরা সম্বন্ধে এত গণনাতেও কেন যে বিন্দুমাত্র ক্ৰোধ প্রকাশ করিতেছে না, ইহার কোন কারণই তিনি তাবিয়া স্থির করিতে পারিলেন না ! তাহার এই ব্যবহার তাহার কাছে যতই অপরিচিত এবং অস্বাভাবিক ঠেকিতে লাগিল, ততই তিনি অন্তরের মধ্যে ভয়ে ব্যাকুল হইয়া উঠিতে লাগিলেন । কোনমতে একটা প্রকাগু কলঙ্ক হইয়া গেলেই তিনি বাচেন-কিন্তু তাহার ধার দিয়া শৈল যায় না। প্রভাত হইতে রাজি পৰ্য্যস্ত সে তাহার নির্দিষ্ট কাজ করিয়া যায়। তাহার জাচরণে বাড়ির কেছ কিছুই দেখিতে পায় না, শুধু যিনি দশ বছরের মেয়েটিকে বুক দিয়া মাছুষ করিয়া আজ এত বড় করিয়া তুলিয়াছেন, তিনিই কেবল ভয়াৰ্ত্তচিত্তে জছুক্ষণ আছুক্তব করেন শৈলর চারিপাশে একটা নিৰ্ম্মম ঔদাসীন্তের গাঢ় মেঘ প্রতিদিনই পুীভূত হইয়া তাহাকে শুধু বান্স দুর্নিরীক্ষা করিয়াই আনিতেছে। নীলা কহিল, মা, জামি যাই ? মা জিজ্ঞাসা করিল, কোথায় শুনি ? নীলা চুপ করিয়া দাড়াইয়া রছিল। লিঙ্কেশ্বরী তখন ক্রোধে উঠিয়া বসিয়া চেচাইয়া কহিলেন, কোথায় যেতে হবে শুনি ? ছোটখুড়ীর সঙ্গে তোর এত কি লা যে, একদও আমার কাছে বসতে পারিস না ? বসে থাক পোড়ারমূখী চুপ করে এইখানে । কোথাও তোকে যেতে হবে না। বলিয়া নিজেই ধপ, করিয়া গুইয়া পড়িয়া অন্যদিকে মুখ করিয়া রহিলেন । নয়নতারা মৃদ্ধ-পদক্ষেপে প্রবেশ করিয়া সক্ষেহে অম্বুযোগের স্বত্বে কহিল, ছি মা, বড় হয়েচ, দু'দিন পরে শ্বশুরঘর করতে চলে যাবে, এখন যে ক'দিন পাও বাপ-মায়ের সেবা করে নাও । মায়ের কাছে বসবে, দাড়াবে, সঙ্গে সঙ্গে থেকে দুটো ভালো কথা শিখে নেবে ; এ সময় কি যার-তার সঙ্গে সারাদিন কাটানো উচিত ? যাও, কাছে বলে দুদণ্ড পায়ে হাত বুলিয়ে দাও, দিদি ঘুমিয়ে পড়ুন। রোগা শরীরে অনেকক্ষণ জেগে আছেন । নীল। মেজখুড়ীমার প্রতি প্রসন্ন ছিল না । মুখ তুলিয়া উত্তপ্তকণ্ঠে কহিল, বাড়ির মধ্যে যার-তার সঙ্গে জার কার সঙ্গে সারাদিন কাটাই মেজখুড়ীম ? তুমি কি খুড়ীমার কথা বলচ ? তাহার রুষ্ট আরক্ত মুখ লক্ষ্য করিয়া নয়নতারা বিস্থিত ও বিরক্ত হইয়া কছিল, $sty