পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ হ্যা দিদি, ডাকছিলুম বইকি ! অনেকগুলো টাকা বাইরে রয়েছে, তাই নীলাকে বললুম, যা মা তোর খুড়ীমাকে একবার ড়েকে জান, টাকাগুলো তুলে ফেলুক । এই নাও। বলিয়া তিনি শৈলর প্রসারিত ডান হাতের উপর নোট কয়খানি ধরিয়া দিলেন । আজ আর উাহার এমন ইচ্ছা হইল না যে, বলেন, এ কখন কাহার কাছে পাওয়া । শৈল আঁচলে বাধা চাৰি দিয়া সিন্দুক খুলিয়া ধীরে-স্বন্থে টাকা তুলিতে লাগিল, চাহিয়া চাহিয়া নয়নতারার অলঙ্ক হইয়া উঠিল। তথাপি ভিতরের চাঞ্চল্য কোনমতে দমন করিয়া, একটুখানি শুল্কহাসি হাসিয়া কহিল, তাই তোমার দেওর কাল আমাকে বললেন, দিদি, জাঠতৃত-খুড়তুত ভাই ত নয়, মায়ের পেটের বড় ভাই । তার খাব না, পরব না ত আর যাব কোথায় ? তবু মাসে মাসে এমনি পাচশ-ছ’শ টাকা করেও যদি দাদাকে সাহায্য করতে পারি ত অনেক উপকায় । সিদ্ধেশ্বরীর হাসিমুখ গম্ভীর হইয়া উঠিল । তিনি উত্তর না দিয়া শৈলর পানে চাহিয়া রছিলেন। নয়নতারা বোধ করি তাহাব গাম্ভীর্ঘ্যের হেতু অম্লমান করিতে পারিল না । কহিল, শ্রীরামচন্দ্র কাঠবিড়াল নিয়ে সাগর বেঁধেছিলেন । তাই তিনি যখন তখন বলেন, বড়বৌঠান মুখ ফুটে যেন কারো কাছে কিছু চান না ; কিন্তু তাই বলে কি নিজেদের বিবেচনা থাকবে না? যার যেমন শক্তি, কাজ করে তীকে সাহায্য করা ত চাই। নইলে বলে বসে শুধু গুটিবর্গ মিলে খাবে, বেড়াবে, আর, ধূমোবে, তা করলে কি চলে? তোমারও ত হরি-মণির জন্তে কিছু সংস্থান করে যাওয়া চাই ! আমাদের জন্তে সৰ্ব্বস্ব উড়িয়ে দিলে ত তোমার চলবে না। ঠিক কিনা, সত্যি করে বল দিদি ? সিদ্ধেশ্বরী মুখ ভার করিয়া বলিলেন, তা সত্যি বইকি ! শৈল সিন্দুক বন্ধ করিয়া স্বমুখে আসিয়া সেই চাৰিটা তাহার রিং হইতে খুলিয়া লিঙ্কেশ্বরীর বিছানার উপর ফেলিয়া দিয়া নীরবে চলিয়া যাইতেছিল, সিদ্ধেশ্বরী ক্রোধে আগুন হইয়া উঠিলেন, কিন্তু আত্মসংবরণ করিয়া তীক্ষ ধীরভাবে কহিলেন, এটা কি হ’লে ছোটবোঁ ? শৈল ফিরিয়া দাড়াইয়া কহিল, ক’দিন ধরেই ভেবে দেখছিলুম দিদি, ও চাবি জামার কাছে রাখা আর ঠিক নয়। অভাবেই মাহুষের স্বভাব নষ্ট হয়, আমার অভাব চারিদিকে—মতিভ্রম হতে কতক্ষণ, কি বল মেজদি ? নয়নতারা কহিল, আমি ত তোমার কোন কথাতেই নেই ছোটবে, আমাকে মিছে কেন জড়াও ? পিন্ধেশ্বরী প্রশ্ন করিলেন, মতিভ্রমটা এতদিন হয়নি কেন, শুনতে পাই কি ? শৈল কহিল, একটা জিনিস হয়নি বলে যে কখনো হবে না, তার মানে নেই। এমনি ত তোমাদের শুধু আমরা খাচ্চি, পরচি। না পারি পয়সা দিয়ে সাহায্য করতে, 及曾●