পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিষ্কৃতি নিয়ে গেল ? আপনি দিলেন ? গিরীশ বলিলেন, না হলে কি ছাড়ে ? নিয়ে তবে উঠল যে ! হরিশের সমস্ত মুখখান প্রথমটা অগ্নিবর্ণ হইয়া পরীক্ষণেই ছাইয়ের মত হইয়া গেল। স্তন্ধ হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিলেন, তা হলে মামলা-মোকদ্দমা করে আর লাত কি দাদা ? গিরীশ তৎক্ষণাৎ বলিলেন, কিছু না, কিছু না । নিজের সংসার যে চালিয়ে নেবে হতভাগার সেটুকু ক্ষমতাও নেই—এমনি অপদার্থ হয়ে গেছে। শুনি, বৈঠকখানায় দিব্যি জাড়া বসিয়ে দিনরাত তাস-পাশা চলচে, আর থাচ্চেন—ব্যাস । মাহুষ যেমন শিব-স্থাপনা করে, আমাদেরও হয়েচে তাই—বুঝলে না হরিশ! বলিয়া নিজের রসিকতায় নিজেই মাতিয়া উঠিয়া হো হে রবে হাসিয়া ঘর ভরিয়া দিলেন। হরিশ আর সহ করিতে না পারিয়া নিঃশব্দে উঠিয়া গেলেন। দাতে দাত চাপিয়া বলিতে বলিতে গেলেন, আচ্ছা, আমি একাই দেখচি । মাৰ মাসের বাইশে মোকদমায় দিন ছিল । বিশে গিরীশের এক জ্ঞাতি-কন্যার বিবাহে কন্যার পিতা জাসিয়া গিরীশকে চাপিয়া ধরিলেন, দাদা, তুমি উপস্থিত থেকে আমার মেয়ের বিবাহ দাও, এই আমার বড় সাধ । তোমাকে একটি দিনের জন্তেও অন্ততঃ দেশে যেতে হবে । 'না' শব্দটা গিরীশের মুখ দিয়া বাহির হইবার জো ছিল না। তিনি তৎক্ষণাৎ রাজী হইয়া বলিলেন, যাব বইকি ভায়া, নিশ্চয় যাব । কঙ্কার পিতা নিশ্চিম্ভ হইয়া প্রস্থান করিলেন । কিন্তু এই ‘নিশ্চয়' কথাটার বাস্তবিক অর্থ যথাকালে যে কি হইবে, তাহা সবচেয়ে বেশী জানিতেন সিদ্ধেশ্বরী । স্বতরাং প্রতিশ্রুতির বিবরণ যদিচ স্বামী বিশ্বত হইয়াছিলেন স্ত্রী হন নাই। বিশে সকালে গিরীশ জাকাশ হইতে পড়িয়া কহিলেন, বল কি ? আজ যে আমার সেই জয়পুরের মোক না, সে হবে না । তোমাকে যেতেই হবে । উকিল হয়ে পৰ্য্যস্তই ত মিছে কখা বলে জাসচ–জাজ একটা কথাও রাখে। পরকালের ভয় কি তোমার এতটুকু হয় না 7 - গিরীশ কুষ্ঠিত হইয়া কছিলেন, পরকাল ? তা বটে—কিন্তু—কিন্তু— না, কিছুতে হবে না, তোমাকে যেতেই হবে। যাও । অতএব গিরীশকে দেশে যাইতে হইল । - ቘፃo »eدسefچ