পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐীকান্ত ভেবেছিলুম জলের ধারা গেছে কাদার ঘুলিয়ে,—তাকে নিৰ্ম্মল আমাকে করতেই হবে। কিন্তু আজ তার উৎসই যদি যায় শুকিয়ে ত থাকলে আমার জপতপ পূজাঅর্চনা, থাকলো মুনন্দা, থাকলে আমার গুরুদেব । স্বেচ্ছায় মরণ আমি চাইনে । কিন্তু আমাকে অপমান করার ফন্দি যদি করে থাকে, সে বৃদ্ধি ত্যাগ করে । তুমি দিলে বিষ আমি নেবো, কিন্তু ও নিতে পারবো না। আমাকে জানো বলেই জানিয়ে দিলুম ষে-স্বৰ্য্য অস্ত স্বাবে তার পুনরুদন্থের অপেক্ষার বসে থাকার আমার আর সময় হবে না । ইতি-- রাজলক্ষ্মী বঁাচা গেল। মুনিশ্চিত কঠোর অনুশাসনের চরম-লিপি পাঠাইরা একটা দিকে আমাকে সে একেবারে নিশ্চিন্ত করিয়া দিল । এ জীবনে ও-ব্যাপার লইয়া ভাবিবার আর কিছু রহিল না । কিন্তু কি করিতে পারিব না তাহাই নিঃসংশয়ে জানিলাম, কিন্তু অতঃপর কি আমাকে করিতে হইবে এ সম্বন্ধে রাজলক্ষ্মী একেবারে নির্বাক । হয়ত উপদেশ দিয়া আর একদিন চিঠি লিখিবে, কিংবা আমাকেই সশরীরে তলব করিয়া পাঠাইবে, কিন্তু আপাতত: ব্যবস্থা যাহা হইল তাহ অত্যন্ত চমৎকার , এদিকে ঠাকুর্দ মহাশয় সম্ভবত: কাল সকালেই আসিয়া উপস্থিত হইবেন ; ভরসা দিয়া আসিয়াছি চিস্তার হেতু নাই, অমুমতি পাওয়ায় বিঘ্ন ঘটবে না। কিন্তু আসিয়া যাহা পৌছিল তাহা নিৰ্ব্বিল্প অনুমতিই বটে । রতন নাপিতের হাতে সে যে চেলি এবং টোপর পাঠায় নাই এই ঢের । ও-পক্ষে দেশের বাটতে বিবাহের আয়োজন নিশ্চয়ই অগ্রসর হইতেছে। পুঁটুর আত্মীয়-স্বজনও কেহ কেহ হয়ত আসিয়া হাজির হইতেছে এবং প্রাপ্তবয়স্ক অপরাধী মেয়েটা হয়ত এতদিনে লাঞ্ছনা ও গঞ্জনার পরিবৰ্ত্তে একটুখানি সমাদরের মুখ দেখিতে পাইয়াছে। ঠাকুর্দাকে কি বলিব জানি, কিন্তু কেমন করিয়া সেই কথাটা বলিব ইহাই ভাবিয়া পাইলাম না। র্তাহার নিৰ্ম্মম তাগাদা ও লজ্জাহীন যুক্তি ও ওকালতি মনে মনে আলোচনা করিয়া অন্তরটা একদিকে যেমন তিক্ত হইয়া উঠিল, র্তাহার ব্যর্থ প্রত্যাবৰ্ত্তনে নিরাশায় ক্ষিপ্ত পরিজনগণের ঐ দুর্ভাগা মেয়েটাকে অধিকতর উৎপীড়নের কথা মনে করিয়াও হৃদয় তেমনি ব্যথিত হইয়া আসিল । কিন্তু উপায় কি ? বিছানায় গুইয়া অনেক রাত্রি পর্যন্ত জাগিয়া রহিলাম। পৃটুির কথা ভূলিতে বিলম্ব হইল না, কিন্তু নিরস্তর মনে পড়িতে লাগিল গঙ্গামাটির কথা । জনবিরল সেই ক্ষুদ্র পল্লীস্থতি কোনদিন মুছিবার নয়। এ জীবনের গঙ্গা-যমুনাষার একদিন এইখানে আসিয়া মিলিয়াছে এবং স্বল্পকাল পাশাপাশি প্রবাহিত হইয়া আবার 는