পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী নরেন। আমার মামা পূর্ণ গাঙ্গুলীমশাই আপনার প্রতিবেশী—ওই পাশের বাড়িটা তার। আমি শুনে অবাক হয়ে গেছি যে, তার পিতৃপিতামহ-কালের দুর্গাপূজা নাকি আপনি এবার বদ্ধ করে দিতে চান ? একি সত্যি ? [এই বলিয়া একটা চেয়ার টানিয়া উপবেশন করিল । ] বিলাস । আপনি তাই মামার হয়ে ঝগড়া করতে এসেছেন নাকি ? কিন্তু কার সঙ্গে কথা কচ্ছেন ভুলে যাবেন না। নরেন । না সে অামি ভুলিনি, আর ঝগড়া করতেও আমি আসিনি। বরঞ্চ, কথাটা বিশ্বাস হয়নি বলেই জেনে যেতে এসেছি । বিলাস। বিশ্বাস না হবার কারণ ? নরেন। কেমন করে হবে ? নিরর্থক নিজের প্রতিবেশীর ধৰ্ম্মবিশ্বাসে আঘাত করবেন, এ বিশ্বাস না হওয়াই স্বাভাবিক । বিলাস । আপনার কাছে নিরর্থক বোধ হলেই যে কারো কাছে তার অর্থ থাকবে না, কিংবা আপনি ধৰ্ম্ম বললেই যে অপরে তা শিরোধাৰ্য্য করে নেবে এর কোনো হেতু নেই। পুতুল-পুজো আমাদের কাছে ধৰ্ম্ম নয় এবং তার নিষেধ করাটাও আমরা অন্যায় মনে করিনে । নরেন । ( বিজয়ার প্রতি ) আপনিও কি তাই বলেন ? বিজয়া । আমি ? আমার কাছে কি আপনি বিরুদ্ধ মন্তব্য শোনবার আশা করে এসেছেন ? বিলাস। কিন্তু উনি ত বিদেশী লোক। খুব সম্ভব আমাদের কিছুই জানেন না । নরেন । ( বিজয়ার প্রতি ) আমি বিদেশী না হলেও গ্রামের লোক নয়, সে-কথা ঠিক। তবুও আমি সত্যিই আপনার কাছে এ আশা করিনি। পুতুল-পূজো কথাটা আপনার মুখ থেকে বার না হলেও সাকার নিরাকারের পুরোনো ঝগড়া আমি এখানে তুলব না। আপনারা যে অন্য সমাজের তাও আমি জানি, কিন্তু এ তো সে-কথা নয়। গ্রামের মধ্যে মাত্র এই একটি পূজো । সমস্ত লোক সারা বৎসর এই তিনটি দিনের আশায় পথ চেয়ে আছে। আপনার প্রজারা আপনার ছেলেমেয়ের মত । আপনার আসার সঙ্গে সঙ্গে গ্রামের আনন্দ-উৎসব শতগুণে বেড়ে যাবে এই আশাই তো সকলে করে । কিন্তু তা না হয়ে এত বড় দুঃখ, এত বড় নিরানন্দ, আপনার স্থখী প্রজাদের মাথায় নিজে তুলে দেবেন এ বিশ্বাস করা কি সহজ ? আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারিনি । বিলাস । আপনি অনেক কথাই বলেছেন । সাকার-নিরাকারের তর্ক আপনার সঙ্গে করব এত অপৰ্য্যাপ্ত সময় আমাদের হাতে নেই! তা সে চুলোয় যাক। আপনার રbr૭