পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-नाश्ङिा-नरdश् মামা একটা কেন, একশোটা পুতুল গড়িয়ে বসে পূজো করতে পারেন তাতে কোন জাপত্তি নেই, শুধু কতকগুলো ঢাক, চোল, কালি অহোরাত্র ওঁর কানের কাছে পিটে ওঁকে অন্ধস্থ করে তোলাতেই আমাদের আপত্ত্বি। নরেন। অহোরাত্র তো বাজে না । তা সকল উৎসবেই একটু হৈ-চৈ গণ্ডগোল হয়। অস্ববিধে কিছু না হয় হ’লই। আপনার মায়ের জাত, এদের আনন্দের অত্যাচার আপনি সইবেন না তো কে সইবে ? - বিলাস । আপনি তো কাজ আদায়ের ফন্দিতে মা ও ছেলের উপমা দিলেন, শুনতেও মন্দ লাগল না। কিন্তু জিজ্ঞাসা করি, আপনার মামার কানের কাছে মহরমের বাজনা শুরু করে দিলে, তার সেটা ভাল বোধ হ’ত কি ? তা সে যাই হোক, বকবিকি করবার সময় নেই আমাদের । বাবা যে হুকুম দিয়েছেন তাই হবে । নরেন । আপনার বাবা কে, আর তার নিষেধ করবার কি অধিকার তা আমার জানা নেই। কিন্তু আপনি মহরমের যে অদ্ভূত উপমা দিলেন, কিন্তু এটা রসোনচৌকি না হয়ে কাড়ানাকাড়ার বাস্ত হলে কি করতেন শুনি, এ তে শুধু নিরীহ স্বজাতির প্রতি অত্যাচার বৈ তো নয় ! বিলাস। বাবার সম্বন্ধে তুমি সাবধান হয়ে কথা কও বলে দিচ্ছি, নইলে এখুনি অন্ত উপায়ে শিখিয়ে দেব তিনি কে, এবং তার নিষেধ করার কি অধিকার । লরেন। ( বিলাসকে উপেক্ষা করিয়া বিজয়ার প্রতি ) আমার মামা বড়লোক নন । র্তার পূজার আয়োজন সামান্তই। তবুও এইটেই একমাত্র আপনার দরিদ্র প্রজাদের সমস্ত বছরের আনন্দোৎসব। হয়ত আপনার কিছু অস্থবিধে হবে, কিন্তু তাদের মুখ চেয়ে কি আপনি এইটুকু সহ করতে পারবেন না ? বিলাস। (টেবিলের উপর প্রচণ্ড মুঙ্গ্যাঘাত করিয়া ) না, পারবেন না, একশোবার পারবেন না। কতকগুলো মূৰ্খ লোকের পাগলামি সহ করার জন্য কেউ জমিদারী করে না । তোমার আর কিছু বলবার না থাকে তুমি যাও, মিথ্যে আমাদের সময় নষ্ট ক’রো না । - বিজয়া। (বিলাসের প্রতি ) আপনার বাবা আমাকে মেয়ের মত ভালবাসেন বলেই এদের পূজো নিষেধ করেছেন, কিন্তু আমি বলি হ’লোই বা তিন-চারদিন একটু গোলমাল । 与 বিলাস। ও-লে অলঙ্ক গোলমাল ! আপনি জানেন না বলেই— বিজয় । জানি বইকি । তা হোক গে গোলমাল—তিন দিন বই তো নয় । আর আপনি আমার অস্থবিধেয় কথা ভাবছেন, কিন্তু কলকাতা হলে কি করতেন বলুন তো? সেখানে অষ্টপ্রহর কেউ কানের কাছে তোপ দাগতে থাকলেও তো চুপ ক্ষয়ে সইতে হতো ? (নরেনের প্রতি ) আপনার মামাকে জানাবেন, তিনি প্রক্তি ՀեrՑ