পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिखाङ्मों বৎসর যেমন করেন, এবারেও তেমনি করুন, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। আপনি তবে এখন আম্বন, নমস্কার । নরেন। ধন্যবাদ—নমস্কার । [ উভয়কে নমস্কার করিয়া প্রস্থান ] বিজয় । আমাদের কথাটাই তো শেষ হতে পেল না। তা হলে তালুকটা নেওয়াই কি আপনার বাবার মত ? বিলাস । ছ । বিজয় । কিন্তু এর মধ্যে কোনরকম গোলমাল নেই তো ? বিলাস । না । বিজয়া। আজ কি তিনি ওবেলা এদিকে আসবেন ? বিলাস । বলতে পারি না। বিজয়। আপনি রাগ করলেন নাকি ? বিলাস। রাগ না করলেও পিতার অপমানে পুত্রের ক্ষুন্ন হওয়া বোধ করি অসঙ্গত त्रश्च । दिछब्रां । किच এতে তার অপমান হয়েছে, এ ভূল ধারণা আপনার কোথেকে জন্মালো ? তিনি স্নেহবশে মনে করছেন আমার কষ্ট হবে । কিন্তু কষ্ট হবে না এইটাই শুধু ভদ্রলোককে জানিয়ে দিলুম। এতে মান-অপমানের তো কিছুই নেই বিলাসবাৰু। বিলাস । ওটা কথাই নয় । বেশ, আপনার স্টেটের দায়িত্ব নিজে নিতে চান নিন। কিন্তু এর পরে বাবাকে আমার সাবধান করে দিতে হবে। নইলে পুত্রের কর্তব্যে আমার ক্লটি হবে । - বিজয়া। এই সামান্ত বিষয়টাকে আপনি এমন করে নিয়ে এরকম গুরুতর করে তুলবেন এ আমি মনেও করিনি। ভাল, আমার বোঝবার ভুলে যদি অন্যায়ই হয়ে গিয়ে থাকে আমি অপরাধ স্বীকার করছি। ভবিষ্যতে আর হবে না। ’ বিলাস । তা হলে পূর্ণ গাঙ্গুলীকে জানিয়ে পাঠান যে, রাসবিহারীবাৰু যে হুকুম দিয়েছেন তা অন্যথা কত্বা আপনার সাধ্য নয় । বিজয় । সেটা কি ঢের বেশী অন্যায় হবে না ? আচ্ছা আমি নিজেই চিঠি লিখে আপনার বাবার অনুমতি নিচ্ছি। বিলাস। এখন অহুমতি নেওয়া না-নেওয়া দুই-ই সমান। আপনি যদি বাবাকে সমস্ত দেশের কাছে উপহাসের পাজ করে তুলতে চান, আমাকেও তা হলে অত্যন্ত জপ্রিয় কৰ্ত্তব্য পালন করতে হবে। বিজয় । ( আত্মসংযম করিয়া) এই অপ্রিয় কর্তব্যটা কি শুনি ? ৰিলাল। আপনার জমিদারী শাসনের মধ্যে তিনি যেন আর হাত না দেন । &l»¢