পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রচ পুজোট তো মা-লক্ষ্মী নিজের জোরে চালিয়ে দিলেন ! বাপ-ব্যাটায় হাজার চেষ্টা করেও তো বন্ধ করতে পারলে না। - ২য় ব্রাহ্মণ । ( মাথা নাড়িয়া ) কিন্তু তোমরা পরে দেখে ঐ জুতো-মোজা-পর মেলেচ্ছ মেয়ে গা জালিয়ে থাক করে ছাড়বে। আমি চেয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। পূর্ণ। কি জানি বাবা, আমাদের নরেন তো সাহস দিয়ে বললে, ভয় নেই, উনি কাউকে কষ্ট দেবেন না । মহামায়া কপালে যা লিখেছেন তা হবেই। কিন্তু এইটি দেখো বাবা, তোমরা সকলে মিলে যেন আমার কাজটি উদ্ধার করে দিতে পায় । ২য় ব্রাহ্মণ । দেবো খুড়ো, দোবো, আমরা সবাই মিলে তোমার কাজে গিয়ে সাগব—কোনদিকে তোমার চাইতে হবে না । ১ম ব্রাহ্মণ । মায়ের পূজোটি তালয় তালয় চুকে যাক, কিন্তু বাবা তোমাকেওঁ আমাদের একটু সাহায্য করতে হবে! তোমাকে আর নরেনকে সঙ্গে নিয়ে সময় বুঝে একদিন আমরা দল বেঁধে গিয়ে পড়ব । বলব—ম, গ্রাম্যদেবতা সিদ্ধেশ্বরীর পুকুরটি আপনি খালাস করে দিন। বুড়ো ব্যাটা ভয় দেখিয়ে জোর করে খাস করে নিলে, কিন্তু বছর অন্তরে যে একশো টাকায় মাছ বিক্রি হয় তার কটা টাকা সরকারী ভবিলে জমা পড়ে একবার খোজ করে দেখুন । আমি খবর রাখি বাবা, যে, এই ছ’-সাত বছর একট পয়সাও জমা পড়েনি। তখন দেখব বুড়ো তার কি কৈফিয়ত দেয় । ২য় ব্রাহ্মণ। বুড়ে তখন বলবে, ও-কথা মিথ্যে । মাছ বিক্রি হয় মা ! ১ম ব্রাহ্মণ । তাই বলুক একবার । গরিটার ঝোড়ে জেলেকে আমি চিনি, তার পুরুতের সঙ্গে আমার খুব ভাব । তাকে দিয়ে প্রমাণ করিয়ে দেব আমাদের কথা মিথ্যে নয়। ঐ ঝোড়ো জেলেই বুড়োর হাতে একশ' টাকা জমা দিয়ে বছরবছর কলকাতায় মাছ চালান দেয়। পূর্ণ। আমায় কিন্তু টেনে না বাবা, ঘরের পাশে ঘর, গরীব মানুষ—জামি তা হলে মারা যাব । ১ম ব্রাহ্মণ । কিন্তু তোমার ভাগ নে নরেন্দ্র কখনো ভয় পাবে না বলতে পারি । তাকে পাঠাব, সঙ্গে থাকব আমরা ; দ্বিঘড়ার এত লোকের সে এত কাজ করে, আর জামাদের এই উপকারটি করে দেবে না তাবো ? নিশ্চয় দেবে। ২য় ব্রাহ্মণ । তা হলে অমনি আমার বড় জামাইয়ের বাবলার মাঠের খবরটাও তাকে শুনিয়ে দিও না ভাই—কম নয় সাড়ে তিন বিম্বে জায়গা । জামাই মারা গেল, দেখবার-শোনবার কেউ নেই, মেয়েটি আমার কাছে এসে পড়ল, তিন-চার বছরের খাজনা বাকী পড়ে গেল, তারপর কবে যে ক্রোক দিলে, কবে যে নিলেম হ’লে, তা কেউ জানলে না । তারপর যখন জানা গেল তখন কত গিয়ে ধরাধরি কলুষ, কিন্তু এত বড় বজাত—কিছুতেই ছাড়লে না। ३ॐ ●