পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

दिछद्भाँ পূর্ণ। বাবুর বাড়ির উত্তর দিকের সেই নতুন কলমের বাগানটা নয় ? ২য় ব্রাহ্মণ । ই বাবা সেইটে। এখন হয়েছে বুড়োর সখের আমবাগান। পূর্ণ। কিন্তু নীলেম-খরিদ জায়গা, এ তো জার কেউ ছেড়ে দিতে পারবে না বাবা । -- - ২য় ব্রাহ্মণ । না পারুক, সে অাশা আমি করিনে, কিন্তু বুড়ো ব্যাট দুদিন বাদে শ্বশুর হবে কিনা—তই বলি সময় থাকতে শ্বশুরের গুণাগুণ মা-লক্ষ্মী একটু গুনে রাখুন। ১ম ব্রাহ্মণ । জগদীশ মুখুয্যের বাড়িটাও নাকি বুড়ো দখল করে নিতে চায়। পূর্ণ। কানাথুৰা তাই তো শুনছি বাবা। ২য় ব্রাহ্মণ । এমন কেউ থাকে বুড়ো বজাতের দাড়িটা চড়চড় করে একটানে ছিড়ে নিতে পারে তবে গায়ের জালা মেটে । পূর্ণ। থাক থাক বাবা, পথের মাঝখানে দাড়িয়ে ওসব কথায় কাজ নেই। কে কোথায় শুনতে পাবে, কে কোথায় বলে দেবে, তা হলে আর রক্ষে থাকবে না । ২য় ব্রাহ্মণ । না খুড়ে, শুনবে আর কে ? এই তো আমরা তিনজন । থাক গে ওসব কথা, বেলা হ’লো। চল ঘরে যাওয়া যাক । পূর্ণ। তাই চল বাবা । স্বধীর, সন্ধ্যার পর আমার ওখানে একবার এসে । আর সময় নেই—তোমাদের সঙ্গে একটা পরামর্শ করতে হবে। ১ম ব্রাহ্মণ । সন্ধ্যায় পরেই যাব খুড়ে । চল, এখন বাড়ি যাওয়া যাক । সকলের প্রস্থান ] फूडौम्र मृथ সরস্বতী নদী-তীর { শরৎ আস্তে শীর্ণ সঙ্কীর্ণ সরস্বতী নদী। এ-তটে বিস্তীর্ণ মাঠ, ও-তটে লতাগুল্মপরিব্যাপ্ত ঘন বন । বনাস্তবালে দিঘড়া গ্রাম। নদীর উভয় তীর ক্ষুদ্র বঁাশের সেতু দিয়া সংযুক্ত। একটা পায়ে-হাট সঙ্কীর্ণ পথ বনের মধ্য দিয়া দ্বিধড়া গ্রামে গিয়া প্রবেশ করিয়াছে। এই সকলের অস্তরালে নরেনের বৃহৎ অট্টালিকার কিছু কিছু দেখা যায় মাত্র । নদীর তীরে বসিয়া নরেন ছিপে মাছ ধরিতেছিল। বিজয়া ও কানাই সিং প্রবেশ করিল । ] বিজয়। এই নদীর পারে দ্বিৰজ্ঞ, না কানাই সিং ? कांनाहे । ई बl-जौ ।

    • }