পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंब्र९-नांहिष्ठा-नरdॉझ् बिअग्ना । अहे अँछहे अत्रौलबांबूद्ध बांख्नेि ना ? कांनांझे ! ई भी-छौ, यह९ दछ वांछि । বিজয় । এই পুল পেরিয়ে বুঝি ঐ গায়ে যেতে হয় ? [ বিজয়ী পুলের কাছে অগ্রসর হইতে নরেন্দ্র তাহাকে দেখিয়া ] নরেন। এই যে—নমস্কার! বিকেলবেলা একটুখানি বেড়াবার পক্ষে নদীর ধারটি মন্দ জায়গা নয় বটে, কিন্তু এসময় ম্যালেরিয়ার ভয়ও তো বড় কম নয়। এ বুঝি আপনাকে কেউ সাবধান করে দেয়নি ? বিজয়া ! না, কিন্তু ম্যালেরিয়া তো লোক চিনে ধরে না । আমি তো বরং না জেনে এসেছি, আপনি যে জেনেশুনে জলের ধারে বসে আছেন ? কৈ দেখি কি মাছ ধস্থলেন ? নরেন । ( পুলের অপর গ্রান্ত হইতে ) পুটি মাছ। কিন্তু ছ’ঘণ্টায় মাত্র ছুটি পেয়েছি, মজুরি পোষায়নি। সময়টা তো কোনমতে কাটাতে হবে । বিজয়া। কিন্তু মামার পূজোবাড়িতে এসে তাকে সাহায্য না করে পালিয়ে বেড়াচ্ছেন যে বড় ? গুটি-দুই পুটি মাছ দিয়ে তো তার সাহায্য হবে না! নরেন । ( হাসিয়া ) না, কিন্তু প্রথমতঃ, মামার বাড়িতে আমি আসিনি, দ্বিতীয়ত: তাকে সাহায্য করার বন্ধ লোক আছে । আমার প্রয়োজন নেই। বিজয় । মামার বাড়ি আসেননি ? এখানে তবে আছেন কোথায় ? নরেন । বাড়ি আমার ঐ দিঘড়া গ্রামে । এই বঁাশের সাকো দিয়ে যেতে হয় । বিজয় । দিঘড়ায় ? তা হলে নরেনবাবুকে আপনি চেনেন ? তিনি কি রকম লোক বলতে পারেন ? নরেন । ও—নরেন । তার বাড়িটা তে আপনি দেনার দায়ে কিনে নিয়েছেন ? এখন তার সম্বন্ধে অনুসন্ধানে জার ফল কি ? যে উদ্দেশ্বে নিলেন সে কথাও এ অঞ্চলের সবাই শুনেছে । বিজয়া। একেবারে নেওয়া হয়ে গেছে এই বুঝি এদিকে রাষ্ট্র হয়েছে ? নরেন । হবারই কথা । জগদীশবাবুর সর্বস্ব আপনার বাবার কাছে ৰিক্রি-কবলায় বাধা ছিলো, তার ছেলের সাধ্য নেই তত টাকা শোধ করে । মেয়াদও শেষ হয়েছে—এ খবর সবাই জানে কি না । বিজয় । আপনি নিজেই যখন গ্রামের লোক তখন খবর জানেন বইকি। আচ্ছ, শুনেছি নরেনবাবু বিলেত থেকে ভাল করেই ডাক্তারি পাশ করে এসেছেন। কোন তাল জায়গায় practice আরম্ভ করে আরও কিছুদিন সময় নিয়ে কি বাপের ঋণ শোধ করতে পারেন না ? १३३