পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*९ि-शांश्छि-श्रंचै६ পৰ্য্যস্ত না নিলে আপনার চলছে না । বিজয় । (হাসিয়া) ও, এই কথা। কিন্তু দেশ তে আপনারও। ওটা আপনার নেওয়া হয়ে গেছে বোধ হয় ? কিন্তু মুখ দেখে তা মনে হয় না। নরেন । ডাক্তারদের একটু সৰুর করে নিতে হয়। বিজয়া। আপনিও কি ডাক্তার নাকি ? নরেন। ই ডাক্তার বটে, কিন্তু খুব ছোট ডাক্তার। বিজয়া। তা হলে আপনি শুধু প্রতিবেশী নন–র্তার বন্ধু। তার সম্বন্ধে যে-সব কথ। আমি বলেছি হয়ত গিয়ে তাকেই গল্পই করবেন—না ? নরেন । ( হাসিয়া ) কি গল্প করব, বলেছেন একটা অপদার্থ হতভাগা লোক, এই তো? আপনার চিন্তা নেই, এ অত্যন্ত পুরোনে। কথা, এ তাকে সবাই বলে। নতুন ক'রে বলবার দরকার নেই। তবে, বললে হয়ত সে কোনদিন আপনার সঙ্গে দেখা কল্পতে যেতে পায়ে । বিজয় । আমার সঙ্গে দেখা করে তার লাভ কি ? কিন্তু তার সম্বন্ধে তো ঠিক ও-রকম কথা আপনাকে আমি বলিনি । নরেন । না বলে থাকলেও বলা উচিত ছিল । বিজয় । উচিত ছিল ? কেন ? নরেন । ঋণের দায়ে যার বাস করবার গৃহ, যায় সৰ্ব্বস্ব বিক্রি হয়ে যায়, তাকে সবাই হতভাগ্য বলে। আমরাও বলি। স্বমুখে না পারলেও আড়ালে বলতে বাধা কি ? বিজয় । ( হাসিয়া) আপনি তো তার চমৎকার বন্ধু ! নরেন । ( ঘড়ি নাড়িয়া ) হ্যা, অভেদ্য বললেও চলে। এমন কি তার হয়ে আমি নিজে গিয়েই আপনাকে ধরতুম, যদি না জানতুম সৎ উদ্দেশ্নেই তার বাড়িখানি আপনি গ্রহণ করছেন । বিজয়া। আচ্ছা, আপনার বন্ধুকে একবার রাসবিহারীবাবুর কাছে যেতে বলতে পারেন না ? নরেন । কিন্তু তার কাছে কেন ? বিজয় । তিনি বাবার বিষয়-সম্পত্তি দেখেন কিনা । নরেন। সে অামি জানি । কিন্তু তার কাছে গিয়ে লাভ নেই। সন্ধ্যা হয়— জালি তৰে,—নমস্কার । [ নরেন পুল পায় হইয়া বনের ভিতর অদৃপ্ত হইয়া গেল। বিজয়া সেইদিকেই চাহিয়া রছিল । ] কানাই। এ বাবুট কে মা-জী ? বিজয়া । ( চমকিয়া জাপন মনে কহিল ) কে তা তো জানিনে। ঐ ধাদের 岔翰船