পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छिप्लो নিজেই বহন করুন। আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। বিলাস । আমি কাজের লোক, কাজই ভালবাসি, খেলা ভালবাসিনে তা মনে রেখো বিজয়া । - বিজয়া । ( শাস্তস্বরে ) আচ্ছা আমি ভুলবো না। বিলাপ | ( প্রায় চীৎকার করিয়া ) ই—যাতে না ভোলো সে আমি দেখব । [ বিজয়া কোন কথা না বলিয়া যাইবার উদ্যোগ করিল ] বিলাস । আচ্ছ, এত বড় বাড়ি তবে কি কাজে লাগবে শুনি ? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না ? বিজয়া । ( মুখ তুলিয়া দৃঢ়ভাবে ) কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো এখনও স্থির হয়নি । বিলাস । ( রাগিয়া সজোরে মাটিতে পা ঠুকিয়া ) হয়েছে, একশোবার স্থির হয়েছে । আমি সমাজের মান্ত ব্যক্তিদের আহবান করে এনে অপমান করতে পারব না । এ বাড়ি আমাদের চাই-ই, এ আমি করে তবে ছাড়ব । এই তোমাকে আমি জানিয়ে দিলুম। * [ রাসবিহারী ফিরিয়া আসিলেন ] বিলাস । শুনছো বাবা, বিজয়া বলছেন, এ এখন হবে না—এ অপমান— রাস । হবে না ? কি হবে না ? কে বলছে হবে না ? বিলাস। (আঙুল দিয়া দেখাইয়া ) উনি বলছেন মন্দির-প্রতিষ্ঠা এখন হতে পারবে না । - রাস। বিজয়া বলছেন হবে না ? বল কি ? আচ্ছ স্থির হও বাবা, স্থির হও । কোন অবস্থাতেই উতল হতে নেই। আগে শুনি সব । নিমন্ত্রণ হয়ে গেছে ? হয়েছে । বেশ, সে তো আর প্রত্যাহার করা যায় না—অসম্ভব । এদিকে দিনও বেণী নেই, করতে হলে এর মধ্যেই সমস্ত আয়োজন সম্পূর্ণ করা চাই। এতে তে সন্দেহ নেই মা ! বিজয়া । কিন্তু তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে না গেলে তে কিছুতেই হতে পারে না কাকাবাবু! রাস । কার স্বেচ্ছায় বাড়ি ছাড়ার কথা বলছ মা, জগদীশের ছেলের ? সে তো বাড়ি ছেড়ে দিয়েছে—শোননি ? বিজয়া বিলাসের দিক হইতে ফিরিয়া দাড়াইল । তাহার ঠোঁট কঁাপিতে লাগিল! নিজেকে সংযত করিয়া ] বিজয় । না শুনিনি। কিন্তু তার জিনিসপত্র কি হ’লে ? সমস্ত নিয়ে গেছেন ? ፶ው ፄ بنك اسسسهو