পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंग्र६-नॉहिठा-नरdीह বিলাস । (হাসির ভঙ্গীতে ) শুনেচি থাকবার মধ্যে ছিল নাকি একটা ভাঙ খাট—তার ওপরই বোধ করি তার শয়ন চলত। আমি সেটা বাইরের গাছতলায় টেনে ফেলে দেবার হুকুম দিয়ে কলকাতায় গিয়েছিলুম। আজ স্টেশনে নেবেই দরোয়ানের মুখে খবর পেলুম সেগুলো নেবার জন্তে আজ সকালে নাকি সে আবার এসেছে । যা কিছু তার অাছে নিয়ে যাক, আমার কোন আপত্তি নেই । রাস । তোমার দোষ বিলাস । মাচুধ যেমন অপরাধীই হোক, ভগবান তাকে যত দণ্ডই দিন, তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া, সমবেদনা প্রকাশ করা উচিত। আমি বলছিনে যে অস্তরে তুমি তার জন্যে কষ্ট পাও না, কিন্তু বাইরেও প্রকাশ করা কর্তব্য। তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন ? দেখতুম— यििङ्क- w বিলাস। তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ করা ছাড়া আমার ত আর কাজ ছিল না বাবা! তুমি কি যে বল তার ঠিক নেই। তা ছাড়া আমার পৌছুবার আগেই তো ডাক্তার সাহেব তার তোরঙ্গ-প্যাটরা যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছেন । বিলাতের ডাক্তার ! একটা অপদার্থ humbug কোথাকার ! রাস । না বিলাস, তোমার এরকম কথাবার্তা আমি মার্জন করতে পারিনে । নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত-অনুতাপ করা উচিত । বিলাস। কি জন্তে শুনি ? পরের দুঃখে দুঃখিত হওয়া, পরের ক্লেশ নিবারণ করার শিক্ষা আমার আছে, কিন্তু যে দাম্ভিক বাড়ি বয়ে অপমান করে যায়—তাকে আমি মাপ করিনে। এত ভণ্ডামি আমার নেই। রাস । কে আবার তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেল ? কার কথা তুমি বলছ ? বিলাস । জগদীশবাবুর স্থপুত্র নরেনবাবুর কথাই বলচি বাবা। তিনি একদিন ওঁর ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। তখন তাকে চিনতুম ন তাই— ( বিজয়াকে দেখাইয়া ) নইলে ওঁকেও অপমান করে যেতে সে বাকী রাখেনি। তোমরা জান সে-কথা ? ( বিজয়ার প্রতি ) পূৰ্ণবাবুর ভাগনে বলে নিজের পরিচয় দিয়ে যে তোমাকে পৰ্য্যন্ত সেদিন অপমান করে গিয়েছিল সে কে ? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে! সে-ই নরেন। তখন নিজের যথার্থ পরিচয় দিতে যদি সে পারত—তবেই বলতে পারতুম সে পুরুষমানুষ । ভও কোথাকার ! বিজয় । তিনিই নরেনবাবু দরোয়ান পাঠিয়ে তাকেই বাড়ি থেকে বা’র করে দিয়েছেন ? আমারই নাম করে ? অামারই জেনার দায়ে ? ক্রোধে ও ক্ষোতে সে যেন ছুটিয়া চলিয়া গেল। ) স্বাস। (হতবুদ্ধিভাবে ) এ আবার কি ? שפא