পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয় বিলাস। আমি তার কি জানি ! রাস । যদি জানো না তো অত কথা দস্তু করে বলতেই বা গেলে কেন ? গোড়া থেকে শুনছ জগদীশের ছেলের ওপর ও জোর-জবরদস্তি চায় না, তবুও— বিলাস। অত ভণ্ডামি আমি পারিনে। আমি সোজা পথে চলতে ভালবাসি । স্বাস । তাই বেসে । সোজা পথ ওই একদিন তোমাকে আশ মিটিয়ে দেখিয়ে দেবে’খন । লোজা পথ ! সোজা পথ । [ বলিতে বলিতে তিনি দ্রুতপদে নিষ্ক্রান্ত হুইয়া গেলেন ] ष्ट्रिज्रौझ अक्क ॐ्रथम धिं বিজয়ার বসিবার ঘর বিজয়া বাহিরে কাহার প্রতি যেন একদৃষ্টি চাহিয়াছিল—পরে উঠিয়া জানালার কাছে গিয়া তাহাকে ইঙ্গিতে আহবান করিতে একটি বালক প্রবেশ করিল—খালি গা, কোচড়ে মুড়ি তখনও চিবানো শেষ হয় নাই । ] পরেশ । ডাকছিলেন কেন মা ঠাকরুন ? বিজয়া। কি করছিলি রে ? পরেশ । মুড়ি খাচ্ছিন্থ । বিজয় । এ কাপড়খানা তোকে কে কিনে দিলে পরেশ ? নতুন দেখছি যে ! পরেশ । ছ নতুন । মা কিনে দিয়েছে। বিজয় । এই কাপড় কিনে দিয়েছে। ছিছি, কি বিশ্ৰী পাড় রে ! ( নিজের শাড়ির চওড়া স্বন্দর পাড়খানি দেখাইয়া ) এমনধারা পাড় নইলে কি তোকে মানায় ? পরেশ । ( ঘাড় নাড়িয়া সায় দিয়া ) মা কিছু কিনতে জানে না। তোমাকে কে কিনে দিলে ? বিজয়া। আমি আপনি কিনেছি। পরেশ । আপনি ? দামটা কত পড়ল শুনি ? বিজয়া। তোর তাতে কি রে ? কিন্তু স্থাখ, আমি তোকে এমনি একথানা কাপড় किन्न हेि षश् िछूहे পরেশ । কখন কিনে দেবে ?