পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ বিজয়া। কিনে দিই যদি তুই একটা কথা শুনিস্। কিন্তু তোর মা কি আর কেউ যেন না জানতে পারে । পরেশ । মা জানবে ক্যাম্নে ? তুমি বলে না—আমি এক্ষুনি শুনব । বিজয় । তুই দিঘড়া চিনিস্ ? 娜 পরেশ । ওই তো হোঁথা ৷ গুটিপোক খুজতে কতদিন তো দিঘড়ে যাই । বিজয়া। ওখানে সবচেয়ে কাদের বড়ো বাড়ি তুই জানিস? পরেশ । হি-বামুনদের গো ! সেই যে আর বছর রস খেয়ে যে ছাত থেকে কঁাপিয়ে পড়েছিল, তেনাদের । এই যেন হেথায় গোবিন্দর মুড়ি-বাতাসার দোকান, আর ওই হোতা তেনাদের কোটা । গোবিন্দ কি বলে জানো মা-ঠাকরুণ ! বলে সব মাগ্য গোও—আধ পয়সায় আর আড়াই-গোও বাতাসা মিলবে না, এখন মোটে হুগোও ! কিন্তু তুমি যদি একসঙ্গে গোটা পয়সার জানতে দাও তো আমি পাঁচ-গোও জানতে পারি । বিজয়া । তুই ছুপয়সার বাতাসা কিনে আনতে পারিস্ ? পরেশ । ছি, এ হাতে এক পয়সার পাঁচ-গোগু গুনে নিয়ে বলব—দোকানী, এ হাতে আর পাচ-গোগু গুনে দাও । দিলে বলব—ম-ঠান বলে দে’ছে দুটো ফাউ দিতে —না ? তবে পয়সা ছুটে দেব—না ? বিজয় । (হাসিয়া ) হুঁ, তবে পয়স দুটো হাতে দিবি । আর অমনি দোকানীকে জিজ্ঞেস করবি—ওই যে বড়ো বাড়িতে নরেনবাবু থাকত—সে কোথায় গেছে ? কিরে পারবি তো ? পরেশ । ( মাথা নাড়িয়া ) আচ্ছ পয়সা ছুটে দাও না তুমি-আমি ছুটে গিয়ে নিয়ে আসি । বিজয় । ( তাহার হাতে পয়সা দিয়া ) বাতাস হাতে পেয়ে ভুলে যাবিনে তো ? পরেশ । নাম— বলিয়াই দৌড় দিল । বিজয়া ফিরিয়া আসিয়া একটা চৌকিতে বসিতেই পরেশের মা প্রবেশ করিল ] পরেশের মা। পরেশকে বুঝি কোথাও পাঠালে দিদিমণি ? উদ্ধ মুখে ছুটেছে । ডাকলুম সাড়া দিলে না । বিজয়া । ( হাসিয়া) ও–পরেশ ছুটেছে বুঝি ? তবে নিশ্চয় দিব জ্ঞায় বাতাস কিনতে দৌড়েছে। হঠাৎ আমার কাছে দুটো পয়সা পেলে কিনা। পরেশের মা । কিন্তু বাতাসা তো কাছেই মেলে—সেখানে কেন? বিজয় । কি জানি সেখানে কে এক গোবিন্দ দোকানী আছে সে নাকি একটু বেণী দেয় । - পরেশের মা। বইগুলো ৰে গুছিয়ে তোলার কথা ছিল—তুলবে না ?

  • 争曾