পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়ী বিজয়। এখন থাক গে পরেশের মা ! BBBBBB B S BBBBS BBS BBB BBB BB BtttBBS BB BBB পারিনে । - বিজয়া । কেন, তোমার ভয়টা কিসের ? কি কথা ? পরেশের মা। কালীপদ বলছিল সে তো জার টিকতে পারে না। ছোটবাৰু তাকে দু'চোখে দেখতে পারেন না। যখন তখন ধমকানি ও ছিল কর্তাবাবুর খানসাম—জতেস ছিল কলকাতায় থাকার। কাল নাকি ছোটবাৰু তাকে হুকুম দিয়েছেন তার এখানে কাজ কম, উড়ে মালীর সঙ্গে বাগানে খাটতে হবে । নইলে জবাব দেওয়া হবে । বয়স হয়েছে, পারবে কেন বাগানে গিয়ে কোদাল পাড়তে দিদি ! বিজয়া। (গূঢ়কণ্ঠে ) না, তাকে কোদাল পাড়তে হবে না। ছোটবাবুকে আমি বলে দেবো ! পরেশের মা ! আমাদের যন্ধু ঘোষ গোমস্ত মশাই বলছিল যে— বিজয়া। এখন থাক পরেশের মা। আমার একখানি দরকারী চিঠি লিখবার আছে, পরে শুনব । এখন তুমি যাও। পয়েশের মা ! আচ্ছা যাচ্ছি দিদিমণি ! পরেশের মা চলিয়া গেলে বিজয় জানলার কাছে গিয়া বাহিরে উকি মারিয়া দেখিল কিন্তু পরক্ষণেই ফিরিয়া আসিয়া একটা চিঠির কাগজ টানিয়া লইয়া লিখিতে, বসিল । কালীপদ দ্বারের কাছে মুখ বাড়াইয়া ভাকিল-- ] কালীপদ । মা ! বিজয় । ( মুখ তুলিয়া ) পরেশের মাকে তো বলতে বলে দিয়েছি কালীপদ, বাগানে গিয়ে তোমাকে কাজ করতে হবে না । কালী । কিন্তু ছোটবাবুবিজয় । সে তাকে আমি বলে দেব, তোমায় ভয় নেই । আচ্ছা যাও এখন । কালী । যে কাপড়গুলো রোদে দেওয়া হয়েছে সে যে— বিজয় । এখন থাক কালীপদ । এই দরকারী চিঠিটা শেষ না করে আমি উঠতে পারবে না ! কালীপদ প্রস্থান করিলে বিজয় উঠিয়া আর একবার জানালাটা খুলিয়া আসিয়া বসিল । চিঠির কাগজটা ঠেলিয়া দিয়া খবরের কাগজ টানিয়া লইল । ভাবে বোধ হয় অতিশয় চঞ্চল, কিছুতেই মন দিতে পারে না । ] বন্ধু (নেপথ্য হইতে ডাকিল) মা ! विजब्रीं । ८क ? ধন্থ। (দরজার নিকট হইতে) আমি যছ। একবার আসতে পারি কি ?

  • S